ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য অপসারণ, নালা পরিষ্কার ও রাস্তা ঝাড়ু দেওয়া কাজের দরপত্র জমা দিতে এক ঠিকাদারকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। দরপত্র জমা দিতে না পেরে ওই ঠিকাদার পৌর প্রশাসকের কাছে মৌখিক অভিযোগ করেছেন। পরে দরপত্র জমা নেওয়া বন্ধ করেন প্রশাসক।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রতিদিনের সব ধরনের বর্জ্য অপসারণ, নালা পরিষ্কার ও রাস্তা ঝাড়ু দেওয়া কাজের জন্য ৯ জুলাই দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। গতকাল রোববার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। আজ সোমবার বেলা দুইটা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হয়। পৌরসভা থেকে ছয়টি দরপত্র বিক্রি হয়। বেলা দুইটা পর্যন্ত তিনটি দরপত্র জমা পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার তিনজন কর্মী জানান, কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা রাজু সিং নামের এক ঠিকাদার দরপত্র জমা দিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আসেন। নিচতলায় দরপত্র জমা দেওয়ার বাক্সের পাশে কয়েকজন ঠিকাদার অবস্থান করছিলেন। তাঁরা রাজুর পরিচয় ও আসার কারণ জানতে চান। এরপর রাজুর কাছ থেকে দরপত্র কেড়ে নিয়ে তাঁকে জোরপূর্বক পৌরসভা কার্যালয়ের বাইরে নিয়ে যান। এতে রাজু দরপত্র জমা দিতে পারেননি। বেলা দুইটা থেকে আড়াইটার দিকে রাজু বিষয়টি পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসারকে জানান।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ টি এম নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘দরপত্র কমিটির মধ্যে আমি নেই। তবে পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণ, নালা পরিষ্কার ও রাস্তা ঝাড়ু দেওয়ার কাজটি পরীক্ষামূলকভাবে করা হবে। ঠিকাদার সংশ্লিষ্ট এলাকার বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার ও রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করবেন। পৌরসভা কাজটির তত্ত্বাবধান করছে।’

ঠিকাদার রাজু সিং কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা এবং মেসার্স সুপার ক্লিন বিডি লিমিটেডের স্বত্বাধিকারী। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুপুর একটায় দরপত্র জমা দিতে যাই। দুইজন লোক আমার পথ রোধ করে সেখানে যাওয়ার কারণ জানতে চান। তাঁদের একজনের বয়স ৩৬–৩৭ বছর এবং অন্যজনের বয়স ৪০ বছর হবে। কাজটি তাঁরা করবেন এবং আমাকে দরপত্র জমা দিতে নিষেধ করেন। একপর্যায়ে আমার কাছ থেকে দরপত্র ছিনিয়ে নিয়ে খাম খুলে সবকিছু দেখেন। দরপত্র ফেরত চাইলেও তাঁরা দেননি। সমস্যা হতে পারে ভেবে সেখান থেকে দরপত্র ছাড়াই আমি চলে আসি।’

পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, একজন দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। দরপত্রের সব প্রয়োজনীয় কাগজপত্র একজন ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হয়েছে। সবকিছু জেলা প্রশাসন কার্যালয়ে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ষ ক র ও র স ত ব র হ মণব ড় য় প রসভ র

এছাড়াও পড়ুন:

‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’ 

বিএনপির দুঃসময়ে যখন অনেকেই পাশে ছিলেন না, তখন শফিউল বারী বাবু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, “বাবু ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের আদর্শ, আমাদের প্রেরণা এবং একজন শিক্ষক। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।”

সোমবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাবুর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভুলু, জেলা কমিটির সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম ও সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।

২০২০ সালের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়।

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • পায়রা বন্দরসহ দুই প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো
  • পাঁচ দ্বীপে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট, দেড় শতাধিক দেশে ভিসামুক্ত প্রবেশ সুবিধা
  • মানুষকে জড়িয়ে ধরল হস্তীশাবক
  • ‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে’
  • ‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’ 
  • কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা পথে মেট্রোর ব্যয় দাঁড়াবে ২ লাখ কোটি টাকা
  • দুর্নীতির অভিযোগে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ, তোড়জোড় ফয়েজ আহমদের