জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যায়নি বাম গণতান্ত্রিক জোট
Published: 5th, August 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যায়নি বাম গণতান্ত্রিক জোট।
ঘোষণাপত্র পাঠ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যাওয়া প্রসঙ্গে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নামে কী হচ্ছে, তা তো জানি না। ওটা নিয়ে তো কেউ আমার, আমাদের দল বা জোটের সঙ্গে কথা বলেনি।’
রুহিন হোসেন বলেন, ‘আগস্টের গণ-অভ্যুত্থান তো এক দিনে হয়নি। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় গত অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এটাকে এখন হাইজ্যাক করা হচ্ছে। আর ওই সময় আন্দোলনকারী ছাত্রদের একাংশের দিকে তাকালে তো দেখা যায়, এরা গণ-অভ্যুত্থানকে “ক্ষমতা উপভোগ” আর “টাকা বানানোর মেশিনে” পরিণত করছে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নিজেকে বিতর্কিত করে তুলেছে, নিজেই আন্দোলনকারীদের মধ্যে বিভক্তির বীজ বপন করেছে।’
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে মন্তব্য করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন।
আরও পড়ুনগণ–অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: প্রধান উপদেষ্টা১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম গণত ন ত র ক জ ট অন ষ ঠ ন সরক র
এছাড়াও পড়ুন:
সিডনিতে গানের ঝরনাতলায় সন্জীদা খাতুন স্মরণ
প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সন্জীদা খাতুনের স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সংগীতানুষ্ঠান। শোক ও শ্রদ্ধার আবহে সাজানো এ আয়োজন অনুষ্ঠিত হয় গত রোববার সিডনির আর্মিংটন কমিউনিটি সেন্টারে। ‘গানের ঝরনাতলায় শ্রোতার আসর’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে সিডনির সংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী সিরাজুস সালেকিন, যিনি লোকসংগীতসাধক আবদুল লতিফের পুত্র এবং ‘প্রতীতি শিল্পীগোষ্ঠী’র কর্ণধার।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী সিরাজুস সালেকিন