বন্দরে দরজা ভেঙ্গে দুই সন্তানের জননী নিপা রানী দাস (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত শুক্রবার (৮ আগস্ট) রাতে বন্দর উপজেলার  আমৈরস্থ শরীফ মিয়ার ভাড়াটিয়া বাড়ি দরজা ভেঙ্গে ওই গৃহবধূ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

আত্মহত্যাকারী ২ সন্তানের জননী  নিপা রানী দাস সুদূর কুমিল্লা জেলার মেঘনা থানার নয়া মোহাম্মদপুর এলাকার সদেব দাসের মেয়ে। আত্মহত্যাকারী গৃহবধূ পরিবারের অভিযোগ ভিত্তিতে শনিবার দুপুরে বন্দর থানা পুলিশ থানা  চত্বর থেকে  স্বামী অলক কুমার দাস (৩০) কে আটক করে। 

আটককৃত স্বামী অলক কুমার দাস সুদূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভেলাবাস এলাকার অমৃত দাসের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট  থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে আত্মহননকারি গৃহবধূ মা মাধবী রানী গনমাধ্যমকে জানান, গত ৮ বছর পূর্বে সুদূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভেলাবাস এলাকার অমৃত দাসের ছেলে অলক কুমার দাসের সাথে আমার মেয়ে নিপা রানী দাসের সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে হয়। 

বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা যৌতুক হিসেবে প্রদান করা হয়। তাদের সংসারে ৬ বছরের ১টি কন্যা ও  ২ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। 

বিয়ের পর থেকে স্বামী অলক কুমার দাস, তার পিতা অমৃত দাস ও দেবর বিশ্বজিৎ দাস বিভিন্ন সময়ে আমার মেয়েকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। স্বামী ও শ্বশুরবাড়ি লোকজনদের মানসিক নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে গত শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত  ভাড়াটিয়া ঘরে সিলিং ফ্যানের সাথে শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ হবধ

এছাড়াও পড়ুন:

স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত: ধর্ম উপদেষ্টা

মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ‌দেষ্টা ব‌লেন, “শিগগিরই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট প্রকাশ করা হবে। বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে সাজানো হবে।”

অন‌্যদি‌কে, একই‌দি‌ন রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সংস্থাটির অফিসে অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেছেন, “ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মেই দান, সাহায্য ও সহানুভূতির কথা বলা হয়েছে। প্রতিটি ধর্মে মানবসেবাকে পবিত্র কর্তব্য হিসেবে অভিহিত করা হয়েছে। এর মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য, সহানুভূতি, এবং আত্মত্যাগের মতো গুণাবলিকে জাগ্রত করে।এটি মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে সহায়তা করে।”

মানবসেবার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, “এটি সমাজে সহানুভূতির বিকাশ ও সামাজিক বন্ধনকে মজবুত করে। মানুষ যখন পরস্পরের পাশে দাঁড়ায় তখন সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এতে সামাজিক স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে।”

তিনি আরো বলেন, “মানবসেবার মাধ্যম যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, যেটা অর্থ বা খ্যাতি দিয়েও অর্জন করা যায় না।”

আল মানাহিল ফাউন্ডেশনের কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টা বলেন, “এ সংস্থাটি বহুদিন ধরে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও এতিমদের প্রতিপালন, মসজিদ-মাদ্রাসা স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীন ব্যক্তিদের জন্য ঘর নির্মাণ, বানভাসি মানুষের সহায়তাসহ নানা ধরনের সেবাধর্মী  কার্যক্রম এই সংগঠনটি করে থাকে।”

এ সংস্থা আগামীতেও মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে উপদেষ্টা সারা দেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য, অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের জন্য যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর  ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) এর মহাসচিব মাহফুজুল হক ও সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামী বেসরকারি সংস্থা রাবেতা আল আলম আল ইসলামীর প্রতিনিধি হাসান আকিল উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ