সিদ্ধিরগঞ্জে ১৩২পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Published: 24th, September 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড় ও সাইলো গেট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, পাঁচবাড়িয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মিন্টু (৪০) এবং আদর্শনগর বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে সুজন (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইলো রোডের মায়ের দোয়া অটো গ্যারেজের সামনে থেকে মিন্টুকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অপরদিকে, একই রাতে চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। তার জিপার ব্যাগ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
হাসপাতালে প্রেম চোপড়া
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বরেণ্য অভিনেতা প্রেম চোপড়াকে। শনিবার (৮ নভেম্বর) ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।
ইন্ডিয়া টুডে-কে প্রেম চোপড়ার জামাতা বিকাশ বালা বলেন, “অভিনেতা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সবই বার্ধক্যজনিত সমস্যা। এটি নিয়মিত একটি প্রক্রিয়া; চিন্তার কিছু নেই।”
আরো পড়ুন:
‘প্রযোজক আমাকে লিভ-টুগেদারের প্রস্তাব দেয়’
ফের হাসপাতালে ধর্মেন্দ্র
এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে প্রেম চোপড়াকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এ পরিস্থিতিতে প্রেম চোপড়ার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে ডা. জলিল পারকার বলেন, “দুই দিন আগে প্রেম চোপড়াজির পারিবারিক কার্ডিওলজিস্ট ড. নীতিন গোকলের তত্ত্বাবধানে লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তার হৃদযন্ত্রে একটি সমস্যা রয়েছে, পাশাপাশি ভাইরাল সংক্রমণ ও ফুসফুসের সংক্রমণেও আক্রান্ত।”
প্রেম চোপড়ার শারীরিক অবস্থা জানিয়ে ডা. পারকার বলেন, “আমি একই টিমে তার চিকিৎসক হিসেবে রয়েছি। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নয়, ওয়ার্ডে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।”
১৯৬১ সালে চলচ্চিত্রে পা রাখেন প্রেম চোপড়া। তার বাবা চাইতেন ছেলে চিকিৎসক হোক। কিন্তু স্নাতক সম্পন্ন হওয়ার পর মুম্বাই পাড়ি জমান অভিনেতা হওয়ার উদ্দেশ্যে। শুরুতে নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে আসেন, কিছু পাঞ্জাবি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ও করেন। তবে হিন্দি সিনেমায় নায়ক হিসেবে সেভাবে সাফল্য পাননি। ধীরে ধীরে খলনায়ক চরিত্রে প্রস্তাব আসতে শুরু করে, আর তাতেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।
৯০ বছর বয়সি কিংবদন্তি অভিনেতা প্রেমে চোপড়া পাঞ্জাবি ভাষার ‘চৌধুরী কর্নেল সিং’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। মুক্তির পর এটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। অল্প সময়ের মধ্যেই তার অনবদ্য উপস্থিতি ও অভিনয় দক্ষতার কারণে হিন্দি চলচ্চিত্রে সুপরিচিত মুখ হয়ে ওঠেন। মূলত, খলনায়ক হিসেবে বিখ্যাত, তবে কমেডি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ছয় দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে প্রেম চোপড় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সময়ের প্রায় সব শীর্ষ তারকার সঙ্গেই কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—‘শহীদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘দো রাসতে’ (১৯৬৯), ‘কাটি পতঙ্গ’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩), ‘দো আজানে’ (১৯৭৬), ‘দোস্তানা’ (১৯৮০), ‘ক্রান্তি’ (১৯৮১) প্রভৃতি।
ঢাকা/শান্ত