কুষ্টিয়ায় পরিত্যক্ত ওয়ান শুটার গান উদ্ধার
Published: 24th, September 2025 GMT
কুষ্টিয়া সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বটতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘‘অস্ত্রটি ভাদালিয়াপাড়া এলাকার একটি মেহগনি গাছের গোড়াই মাটির নিচে পুতে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাটি খুঁড়ে সেটি উদ্ধার করা হয়।’’
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনার কবলে বিএনপি নেতা ফারুকের গাড়ি
চাঁদা না দেওয়ায় ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ছয়ে
চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশের সীমান্তের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে গুরুতর আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. রিয়াজ (২১)। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ছয়টায় তিনি মারা যান। এ নিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। নিহত শ্রমিকের বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামে।
১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে চরপাড়ার গ্যাস সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ হলে ১০ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় ওই গুদামের মালিক মাহবুবুল আলম, শ্রমিক মো. ইদ্রিস, মো. ইউসুফ, মোহাম্মদ ছালেহ ও হারুণ মারা যান। সর্বশেষ মৃত্যু হলো মো. রিয়াজের।