রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত করেছে অফিসার সমিতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটি বাতিল

রাবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান

এতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ২১ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালনের পর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি এই কমপ্লিট শাটডাউন ঘোষণা করে।

ঢাকা/ফাহিম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর অফ স র স

এছাড়াও পড়ুন:

আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে মারামারি, নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বাসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে এক চায়ের দোকানি নিহত হয়েছেন।

শেরেবাংলা নগর থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে তালতলা এলাকায় জনতা গেটের সামনে সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই দোকানির মধ্যে মারামারি হয়। একপর্যায়ে চায়ের দোকানি বাবুল মিয়াকে আরেক দোকানি রুহুল আমিন ও তাঁর ছেলে রবিউল লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান বাবুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ