মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডার একটি গলফ কোর্সে গত বছরের সেপ্টেম্বরে হত্যাচেষ্টার ঘটনায় মার্কিন নাগরিক রায়ান রুথকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যাচেষ্টা এবং আগ্নেয়াস্ত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধসহ সব অভিযোগে জুরিবোর্ড ৫৯ বছর বয়সী রুথকে দোষী সাব্যস্ত করেছেন।

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর। ওই সময় প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ট্রাম্প তাঁর মার-এ-লাগো বাসভবন থেকে প্রায় ১৫ মিনিটের দূরত্বে ওয়েস্ট পাম বিচে অবস্থিত নিজের মালিকানাধীন একটি গলফ কোর্সে গলফ খেলছিলেন।

মার্কিন গোয়েন্দা সংস্থার এক সদস্য ঝোঁপের মধ্য থেকে একটি রাইফেলের নল বের হয়ে থাকতে দেখে রাইফেলধারী লোকটির ওপর গুলি চালান। তৎক্ষণাৎ লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁকে রুথ হিসেবে শনাক্ত করা হয়। তাঁকে কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রায় ঘোষণার পর রুথ নিজেই নিজেকে দৈহিকভাবে ক্ষতি করার চেষ্টা করেন। ইউএস মার্শালরা হস্তক্ষেপ করার আগে তিনি একটি কলম দিয়ে নিজের দেহে আঘাত করার চেষ্টা করেছিলেন।

আদালত রুথকে দোষী সাব্যস্ত করার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইন প্রয়োগকারী সংস্থা এবং একজন সাক্ষীকে ধন্যবাদ জানান। ওই সাক্ষীর তথ্যের ভিত্তিতে রুথকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল।

রুথ সম্পর্কে ট্রাম্প বলেন, লোকটি ছিলেন একজন শয়তান, যাঁর উদ্দেশ্যও ছিল শয়তানি। তাঁরা তাঁকে ধরেছেন। যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, ‘এই হত্যাচেষ্টা শুধু আমাদের প্রেসিডেন্টের ওপর আক্রমণ ছিল না, বরং এটি আমাদের জাতির জন্য একটি অপমান।’

আগামী ১৮ ডিসেম্বর রুথের সাজা ঘোষণা করা হবে। এতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

রুথ নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং শুনানির সময় নিজের পক্ষে নিজেই আইনি লড়াই করার এক অস্বাভাবিক সিদ্ধান্ত নেন। এই শুনানি ৮ সেপ্টেম্বর ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের ফেডারেল কোর্টহাউসে শুরু হয়েছিল।

দোষীসাব্যস্ত রায়ান রুথ-.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হত য চ ষ ট

এছাড়াও পড়ুন:

রাতের পর সকালেও একজনের মৃত্যু, নিহত বেড়ে পাঁচ

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সীমান্তের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ হারুন ওরফে হারেজ (২৯)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার নুরুল ইসলাম ছেলে। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনাটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনে পুরো গুদাম পুড়ে যায়। দগ্ধ হন ১০ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ওই দিনই অবস্থা শঙ্কাজনক হওয়ায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল। পরে বাকি ছয়জনকেও উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদ হারুনের মৃত্যুর বিষয়টি চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটির পর প্রথমে ঢাকায় নিয়ে যাওয়া চারজনেরই মৃত্যু হয়েছে। পরে নিয়ে যাওয়া ছয়জনের মধ্যে একজন আজ মারা গেছেন। বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজীপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত
  • ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ
  • জুবিনকে নিয়ে যা লিখলেন প্রিন্স মাহমুদ
  • নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন, ট্রাম্পকে মাখোঁ
  • অনলাইনে ভিডিও দেখে রকেট বানিয়ে ফেললেন চীনা তরুণ
  • বিসিবির খসড়া ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই
  • মহাখালীতে পেট্রলপাম্পের ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৭
  • আশুলিয়ায় থানার সামনে ৬ লাশ পোড়ানোর পর কেউ সেগুলো মসজিদের সামনে রেখে আসে
  • রাতের পর সকালেও একজনের মৃত্যু, নিহত বেড়ে পাঁচ