আদালতে বাদীকে মারপিট করায় ২ আসামির কারাদণ্ড
Published: 24th, September 2025 GMT
মামলায় জামিন পাওয়ার পর মুন্সীগঞ্জের আদালত প্রাঙ্গণে ওই মামলার বাদী জাকিয়া আক্তারকে মারপিট করেছেন আসামি রাইসুল ইসলাম ও শাকিলা আক্তার। পরে রাইসুল ইসলামকে তিন দিনের এবং শাকিলা আক্তারকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.
আরো পড়ুন:
বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার
বগুড়ায় আদালত চত্বর থেকে জোড়া খুনের আসামির পলায়ন
সাজাপ্রাপ্ত রাইসুল ইসলাম (৩০) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইসমাইলের ছেলে এবং শাকিলা আক্তার (৩২) একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের ইন্দিরা আলীর মেয়ে।
আদালত সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের জগির মিয়ার মেয়ে জাকিয়া আক্তার (২৯) বাদী হয়ে শাকিলা আক্তারসহ পাঁচজনের নামে গজারিয়া আমলি আদালতে মামলা করেন (সিআর মামলা নং ১১৩/২৫)। ওই মামলায় আসামিরা সমন পেয়ে মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাদেরকে জামিন দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাদী জাকিয়া আক্তার আদালত প্রাঙ্গণে গেলে সেখানে আসামি শাকিলা ও রাইসুল ইসলাম তাকে মারপিট করেন। আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা এসে বাদীকে উদ্ধার করেন। শাকিলা ও রাইসুলকে ফের আদালতে নিলে বিচারক মো. আশীকুর রহমান তাদেরকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব বর্মন সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/রতন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত
গাজীপুরে ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে হায়দার ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হায়দার ইসলাম রাঙামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলাইমান ব্যাপারীর ছেলে। একই সময় পিটুনির শিকার হয়ে আলামিন (২৫) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি ফেনীর মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার নয়াপাড়া এলাকায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে দুজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিন নামের দুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনা ঘটনায় এলাকাবাসী পালাক্রমে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে একজনকে আটক করা হয়। তখন তাঁর সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যান। পরে আরেকজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ প্রথম আলোকে বলেন, নয়াপাড়া এলাকায় ডাকাতি করতে গেলে এলাকাবাসী দুজনকে আটক করে পিটুনি দেন। এতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দেশি অস্ত্র জব্দ করা হয়। নিহত হায়দারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।