নারায়ণগঞ্জে টাইফয়েড টিাকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Published: 24th, September 2025 GMT
নারায়ণগঞ্জে শিশু, কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিন ব্যাপি পরামর্শমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা: এ এফ এম মশিউর রহমান।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান, সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
কর্মশালায় জানানো হয়, ২০১৯ সালের এক স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এবং ৮ হাজার জন মারা যায়। এরমধ্যে ৬৮ শতাংশই শিশু। সারাদেশে প্রায় ৫ কোটি ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান শুরু হবে। এ টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
প্রতিবছর প্রায় আট হাজারের বেশী শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারাযায়। গর্ববতি এবং দুগ্ধপান করা মায়েদের এই টিকা দেয়া যাবেনা।
কর্মশালায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখ ১০ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। টিকাদান কর্মসূচিকে সফল করতে গণমাধ্যম কর্মীদের জনসচেতনা সৃষ্টিতে ভূমিকা রাখতে আহবান জানানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ট ইফয় ড ট
এছাড়াও পড়ুন:
শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জে সড়ক পথে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নারায়নগঞ্জ সদর উপজেলায় ৫টি শব্দ দূষণকারী যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় সহ তাদের ৫টি হর্ন জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: হুজ্জাতুল ইসলাম প্রসকিউসন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ, এইচ, এম রাসেদ, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই ধরনের পদক্ষেপ শহরকে আরও শান্ত ও পরিবেশবান্ধব রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।