বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ, স্পেনের জন্যও
Published: 24th, September 2025 GMT
বার্সেলোনার জন্য তো এটা বড় দুঃসংবাদ বটেই, খবরটা শুনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কপালেও নিশ্চয়ই দুশ্চিন্তার ভাঁজ। স্প্যানিশ মিডফিল্ডার পাবলো গাভিকে খেলতে দেখা যাবে না সামনের লম্বা সময়। শুরুতে যা ছোটখাটো হাঁটুর চোট মনে হয়েছিল, সেটাই রূপ নিয়েছে বড় সমস্যায়। গতকাল নিশ্চিত হয়েছে, বার্সেলোনার এই তরুণ অন্তত চার-পাঁচ মাস মাঠের বাইরে থাকবেন।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে হাঁটুতে চোট পেয়েছিলেন গাভি। শুরুতে বার্সার মেডিকেল টিম ভেবেছিল, স্রেফ একটা ছোট অস্ত্রোপচারেই ব্যথা কমে যাবে। হাঁটুর ক্ষতিগ্রস্ত জায়গাটা পরিষ্কার করে দিলে চার-পাঁচ সপ্তাহের মধ্যে মাঠে ফেরা সম্ভব হবে। কিন্তু অস্ত্রোপচারের পর দেখা গেল, আসল সমস্যা আরও গভীর। গাভির হাঁটু প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত। শেষ পর্যন্ত পূর্ণ সুস্থতার জন্য বড় অস্ত্রোপচারই করতে হয়েছে। এর মানে এখন তাঁর পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘ। সময় লাগবে অন্তত চার থেকে পাঁচ মাস।
বার্সেলোনার জার্সি হাতে গাভি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
প্রথম টেস্ট, চতুর্থ দিন;
সরাসরি, সকাল ৯টা ৩০ মিনিট;
টি স্পোর্টস টিভি।
ভারত-দ. আফ্রিকা
প্রথম টেস্ট, প্রথম দিন;
সরাসরি, সকাল ১০টা;
স্টার স্পোর্টস ২।
এশিয়া কাপ রাইজিং স্টারস
ভারত ‘এ’-আমিরাত
সরাসরি, বিকেল ৫টা ৩০ মিনিট;
টি স্পোর্টস টিভি।
ফুটবল
বিশ্বকাপ বাছাই (ইউরোপ)
পোল্যান্ড-নেদারল্যান্ডস
সরাসরি, রাত ১টা ৫৫ মিনিট;
টেন ২।
লুক্সেমবার্গ-জার্মানি
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
সনি লিভ।
ঢাকা/আমিনুল/এসবি