বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপ নিয়ে ভুতুড়ে আপত্তি
Published: 24th, September 2025 GMT
বিসিবির সংশোধিত নির্বাচনী তফসিলে আজ ছিল খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের দিন। নির্বাচন কমিশনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩০টির মতো আপত্তি জমা পড়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। এসব আপত্তির ওপর আগামীকাল শুনানি হবে।
আপত্তিগুলোর মধ্যে একটি বেশ ভুতুড়ে ও রহস্যজনক। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তিটি সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরে জমা পড়লেও হালিম শাহ বলেছেন, এ রকম কোনো চিঠিই নাকি তিনি নির্বাচন কমিশনে দেননি। যোগাযোগ করা হলে প্রথম আলোকে কানাডাপ্রবাসী হালিম শাহ বলেন, ‘আমি এখন ঢাকায় আছি, ৮-১০ দিন আগে ক্রিকেট বোর্ডেও গেছি। কিন্তু আজ যাইনি। কোনো চিঠিতেও সই করিনি। এটা কোত্থেকে এল, আমি জানি না।’
আরও পড়ুনআমিনুল-তামিম, নাকি সরকার-বিএনপি লড়াই১২ ঘণ্টা আগেআপত্তিতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। এ ছাড়া তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাঁকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও দাবি করা হয়েছে আপত্তিপত্রে।
প্রথম আলো কার্যালয়ে তামিম ইকবাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে গরুচোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৭
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গরু চুরির অভিযোগে পিটুনিতে শামিম মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
শামিম মিয়া মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন বরিশাল সদর উপজেলার লিটন (৩০), উজিরপুর উপজেলার সকরাইল গ্রামের সুমন হাওলাদার (৩২) ও বাবুগঞ্জ উপজেলার চর ফতেপুর গ্রামের ইলিয়াছ সরদার (৩৫); বগুড়া সদর উপজেলার মালগ্রামের ফারুক শেখ (৪৫) ও রসুলপুর গ্রামের সোহাগ (৪১); নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাথড়া গ্রামের বিপ্লব সরকার (৩২); কিশোরগঞ্জের নান্দাইল উপজেলার পূর্বধলা গ্রামের ফয়সাল মিয়া (৪৫)। আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আজ ভোরে লখাইড়চর গ্রামের এক ব্যক্তির গোয়াল থেকে একটি গাভি ও বাছুর চুরি যায়। গরু দুটি একটি ট্রাকে নিয়ে পালানোর চেষ্টা করে একদল ব্যক্তি। পরে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে। এ সময় উত্তেজিত জনতা আটজনকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়া মারা যান।
ওসি জানান, শামিমের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।