মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ধাপে ধাপে আটকে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সেই জট কেটে দিতে আসছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী জেমিনি এআই। প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেমে সরাসরি একটি নতুন ইন-গেম ওভারলে যোগ হচ্ছে। যার মাধ্যমে খেলার মধ্যেই জেমিনির কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে। এ জন্য আলাদা কোনো উইন্ডো খুলতে হবে না। গুগল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু গেমে এ সুবিধা চালু হবে।

এর ধরন অনেকটা মাইক্রোসফটের সম্প্রতি এক্সবক্স মোবাইল অ্যাপ ও উইন্ডোজ ১১–এ আনা ‘গেমিং কোপাইলট’–এর মতো। জেমিনি লাইভ খেলোয়াড়ের পর্দায় কী ঘটছে, তা বুঝে গেমের পরিস্থিতি অনুযায়ী পরামর্শ দেবে। চাইলে খেলোয়াড় কণ্ঠে প্রশ্ন করতে পারবেন, আর জেমিনি সেগুলোর উত্তর শোনাবে।

শুধু সহায়তাই নয়, নতুন এই ওভারলে থেকে ব্যবহারকারীরা নিজেদের অর্জন, পুরস্কার ও অফারের তথ্যও দেখতে পারবেন। পাশাপাশি গুগল আনুষ্ঠানিকভাবে চালু করছে গুগল প্লে গেমস অন পিসি। ২০২১ সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ উদ্যোগে এখন পিসি ও মোবাইল মিলিয়ে দুই লাখের বেশি গুগল প্লে গেম খেলার সুযোগ থাকবে।

গেমসংক্রান্ত আরও কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে প্লে স্টোরে। এর মধ্যে রয়েছে উন্নত গেম পেজ, যেখানে খেলোয়াড়েরা সহজেই নিজেদের খেলার অগ্রগতি, অর্জন ও ডেভেলপারের নতুন আপডেট দেখতে পাবেন। একই সঙ্গে নির্বাচিত কিছু দেশে গেমের প্লে স্টোর পেজেই প্রশ্ন করার সুযোগ চালু হবে। অন্য খেলোয়াড়েরা চাইলে সেসব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ফলে গেমকেন্দ্রিক ব্যবহারকারীদের মধ্যে গড়ে উঠবে একটি পারস্পরিক সহায়তার পরিবেশ।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ১৩২পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড় ও সাইলো গেট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, পাঁচবাড়িয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মিন্টু (৪০) এবং আদর্শনগর বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে সুজন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইলো রোডের মায়ের দোয়া অটো গ্যারেজের সামনে থেকে মিন্টুকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

অপরদিকে, একই রাতে চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুজনকে  গ্রেপ্তার করা হয়। তার জিপার ব্যাগ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ