মনে করুন, আপনি দুটি শক্ত বস্তু একসঙ্গে চেপে ধরছেন, হঠাৎ চাপের কারণে একটা পিছলে গেলে দুটি ওপরের অংশের মধ্যে কম্পন তৈরি হয়। ভূমিকম্পও ঠিক তেমনই, তবে এই কম্পনের উৎপত্তি পৃথিবীর মাটির অনেক গভীরে ঘটে।

সম্প্রতি তেমনই এক ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও মিয়ানমারে। যাতে একটি দেশ বেশি ক্ষতিগ্রস্ত হলেও অন্যদেশটি তুলনামূলক কম ক্ষতিতে পড়েছে।

একই ভূমিকম্পে কেন দুটি দেশের মধ্যে দুই রকম বিপর্যয় হলো, সে নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। সেটা বোঝার জন্য পৃথিবীর গঠন সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার।

পৃথিবীর গঠনপৃথিবী তিনটি অংশ নিয়ে গঠিত, যার কেন্দ্রে আছে গলিত ধাতব কোর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ম কম প

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের অফিসে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের ডালাসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ফিল্ড (আইসিই) অফিসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বুধবার এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে উত্তর-পশ্চিম ডালাসে অফিসে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সচিব ক্রিস্টি নয়েম একটি এক্স পোস্টে জানিয়েছেন, একাধিক আহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বন্দুকধারী মারা গেছে।

নোয়ামের মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স-এ লিখেছেন, “আইন প্রয়োগকারী সংস্থার উপর, বিশেষ করে আইসিই-এর উপর আগ্রাসী আক্রমণ বন্ধ হওয়া উচিত। আমি এই আক্রমণে আহত সকলের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।” 

সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি অ্যাফিলিয়েট ডব্লিউএফএএ জানিয়েছে, বন্দুকধারীকে কাছের একটি ভবনের ছাদে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আইসিই-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স জানিয়েছেন, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ