জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার ও স্কোরার কমিটি গঠন
Published: 22nd, September 2025 GMT
দীর্ঘ ২২ বছর পর গঠিত হলো নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার ও স্কোরার কমিটি। এনামুল হক খোকাকে সভাপতি এবং মাকসুদ উল আলমকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু, কোষাধ্যক্ষ ওমর ফারুক সোহাগ, দপ্তর সম্পাদক কাজী সাফফাত হোসেন শাওন, এবং সদস্য হিসেবে রয়েছেন অশোক কুমার দাস, জিয়াউল হক জিয়া ও মো.
উল্লেখ্য, নবগঠিত কমিটির প্রথম সভা আগামী ২৮ সেপ্টেম্বর বিকেলে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বুড়িগঙ্গায় জবির ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি
পুরান ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে একটা নৌকা ডুবে যায়। তবে সবাইকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে লালকুঠির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, “নৌকায় ২০ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় একটি লঞ্চ ধাক্কা দিলে শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে নদীতে লাফ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়। বর্তমানে সবাই নিরাপদে আছেন।”
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার রাতে নৌকা ভ্রমণে বের হন। লালকুঠির ঘাট এলাকায় গেলে লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি উল্টে যায়।
শিক্ষার্থী মোকছেদুল ইসলাম বলেন, “আমরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক চেষ্টা করেও নৌকা সরাতে পারেননি। লঞ্চ ধাক্কা দিলে আমরা সবাই লাফ দেই। তবে আমরা সবাই নিরাপদে আছি। দুইজনের মোবাইল ফোন হারিয়ে গেছে এবং কয়েকজনের ফোন নষ্ট হয়ে গেছে।”
ঢাকা/লিমন ইসলাম/ইভা