দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। 

হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।

সোমবার বিকেলে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.

মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ‘HUCSTU’ নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামী ২৪ সেপ্টেম্বর-২০২৫ খ্রী., রোজ- বুধবার টিএসসি’র ৩য় তলার সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সেমতে, সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ মোট পাঁচজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হলো।

ঢাকা/নাজমুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬–এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড

ছবি: সুপারব্র্যান্ডস বাংলাদেশের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারায় ইংরেজি মাধ্যম চালু
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
  • “আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত
  • অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ কার্যক্রম উদ্বোধন
  • বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (২২ সেপ্টেম্বর ২০২৫)
  • পৃথিবীর কাছাকাছি কক্ষপথে নতুন কোয়াসি চাঁদের সন্ধান
  • কলেজে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত
  • সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬–এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড