নেত্রকোনায় হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে বিক্ষোভ
Published: 23rd, September 2025 GMT
নেত্রকোনায় কৃষক নূর মোহাম্মদ হত্যা মামলার বাদী ও তাঁর পরিবারকে আসামি ও তাঁদের স্বজনেরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বাদীর পরিবার। আজ মঙ্গলবার দুপুরে বাদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন।
নূর মোহাম্মদ (৩৫) সদর উপজেলার জামাটি গ্রামের বাসিন্দা। গত ৩০ আগস্ট আধিপত্য বিস্তার ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাঁর মৃত্যু হয়।
মামলার এজাহার, লিখিত অভিযোগ ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌগাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিএনপিকর্মী দোজাহান মিয়ার (৫২) সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকজনের বিরোধ চলছিল। গত ৩০ আগস্ট রাতে জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে মৌগাতি বাজারের কাছে দোজাহান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর দোজাহানের প্রতিবেশী মাতু মিয়া (৫৫) লোকজন নিয়ে জামাটি গ্রামের রফিক মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় রফিকের ভাতিজা নূর মোহাম্মদ ও তাঁর পরিবার বাধা দিলে হামলাকারীদের আঘাতে নূর মোহাম্মদ, রফিক মিয়াসহ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
দোজাহান মিয়ার স্ত্রী জসোমা আক্তার ৩ সেপ্টেম্বর বাদী হয়ে ২১ জনকে আসামি করে মামলা করেন। পরদিন নূর মোহাম্মদ হত্যার ঘটনায় তাঁর বাবা মোফাজ্জল মাতু মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত দুই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
নূর মোহাম্মদের বাবার দাবি, মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে আজ জেলা শহরের বিভিন্ন স্থানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
অভিযোগের বিষয়ে মামলার দুই আসামি দাবি করেন, তাঁরা ঘটনাস্থলে ছিলেন না এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে কোনো হুমকিও দেননি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নূর মোহাম্মদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। মামলা তুলে নিতে বাদীকে হুমকির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ম হ ম মদ র পর ব র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ডেঙ্গু নিধন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরীতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন। দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী ও সিনিয়র আর্টিস্ট মোঃ কাউসার মাহমুদ।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান এ্যাড. নাদিরা আক্তার নীরা ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোক্তার হোসেন এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও সোনারগাঁ স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আল আমিন তুষার।
যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমানের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইমরান হোসেন, এরশাদ হুসাইন অন্য, হুমায়ুন কবির, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, নৃত্যশিল্পী মিলন প্রমূ