অর্থ আত্মসাতের মামলায় হামেশা ফুডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
Published: 24th, October 2025 GMT
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ‘হামেশা ফুড লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে রাজধানীর গুলশান থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
রাশেদুল হাসান খান বলেন, সোনারগাঁয়ের বারদী এলাকায় ‘হামেশা ফুড লিমিটেড’ নামে আসাদুলের একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ব্যবসার নাম করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ ও ঢাকার অর্থঋণ আদালতে করা তিনটি মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আজ ভোরে গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকার বাসিন্দা। বিগত সরকারের সময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তারের পাশাপাশি ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। বিভিন্ন সময় পাওনাদারদের টাকা ফেরত না দিয়ে মারধর ও হুমকি দিয়েছেন। এসব ঘটনায় সোনারগাঁ থানাসহ বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে অন্তত তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়া এলাকার ‘তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলসের’ কর্মকর্তা মো.
পুলিশ কর্মকর্তা রাশেদুল হাসান খান বলেন, ‘আসাদুল খুবই চতুর। আমরা তাঁর বিরুদ্ধে করা অন্যান্য অভিযোগের বিষয়েও তদন্ত শুরু করেছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আস দ ল স ন রগ ব যবস
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা কবির হোসেনের মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার হাজ্বী মো. কবির হোসেনের মমতাময়ী মা মোসা: জমিলা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন কবির হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন মরহুমার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মোকাম দান করেন।
সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটি হাউজিং এলাকার নিবাসী মরহুম হাজী ফজলুল হক (ফজল কনটাক্টর) সাহেবের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজ্বী মো: কবির হোসেনের মমতাময়ী মা মোসা: জমিলা খাতুন (৬০) মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে ২ ছেলে, নাতী-পুতি সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়স্বজন রেখেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জানাযা নামাজ শেষে সিদ্ধিরগঞ্জ পাইনাদী মিজমিজি কবরস্থানে দাফন করা হয়।