বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের করিডোরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের স্লোগান দেওয়ার অভিযোগে আল-আমিন ফকির (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

আল-আমিন ফকির মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা গ্রামের এলেম ফকিরের ছেলে।

আরো পড়ুন:

মহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দি  

মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও ২ সন্তানের লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শী অ্যাডভেকেট এস এস ইমরান বলেন, ‘‘বাগেরহাটে মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলায় ৪১ জন আসামি হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালতের করিডোরে বের হওয়ার পর তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আদালতের বিচারক দ্রুত এজলাস কক্ষ ত্যাগ করে কামরায় চলে যান। পরে উপস্থিত জনতা আল-আমিন ফকির নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।’’ 

বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন বলেন, ‘‘আজ জি আর ৩০২/২৪ নম্বর মামলার ধার্য তারিখ ছিল। মামলার ৬৮ আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছেন। হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে আসামিদের সঙ্গে থাকা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্লোগান দেন।’’

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘‘আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান দেওয়ার ঘটনায় আল-আমিন ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ 

ঢাকা/শহিদুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব গ রহ ট ত র কর

এছাড়াও পড়ুন:

পেশীর শক্তি বাড়াতে যেসব খাবার খেতে পারেন

পেশী হল অত্যন্ত বিশেষায়িত সংকোচনশীল কোষ। যা পানি এবং এক-পঞ্চমাংশ প্রোটিন দিয়ে তৈরি। তাই পেশীর আকার ঠিক রাখতে এবং পেশী মেরামত করতে, নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রচুর পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ।

পেশীর শক্তি বাড়ানোর জন্য প্রোটিন, শর্করা এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার অপরিহার্য। এই উপাদানগুলো পেশী মেরামত এবং গঠনে সহায়তা করে, পাশাপাশি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। কোন কোন খাবার পেশীর শক্তি বাড়াতে সহায়তা দিতে পারে, চলুন জানা যাক। 

মুরগির মাংস
একশো গ্রাম মুরগির মাংস শরীরে ত্রিশ গ্রাম প্রোটিন এবং চার গ্রাম চর্বি সরবরাহ করতে পারে। যার কারণে অনেক ক্রীড়াবিদ নিয়মিত তাদের খাবার তালিকায় মুরগির মাংস অন্তর্ভুক্ত করেন। আপনিও খাবারে মুরগির মাংস যোগ করতে পারেন।

ডিম
ডিমে উচ্চ মানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং বি ভিটামিন রয়েছে। যা পেশী গঠনে সহায়তা করে।

মাছ
স্যামন এবং টুনা মাছ প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পেশীর ব্যথা কমাতে এবং পেশী বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

দই
দইতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে যা ব্যায়ামের পরে পেশী পুনরুদ্ধার এবং বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দইতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড থাকে যা একটি বিশেষ ধরণের চর্বি। 

ডাল এবং বিনস
মটরশুঁটি, মসুর ডাল এবং অন্যান্য ডাল উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস।

টোফু
সয়াবিন থেকে তৈরি টোফু নিরামিষাশীদের জন্য প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। 

সূত্র: ফিচারফিট

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ