আদালত চত্বরে ‘জয়বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার
Published: 23rd, September 2025 GMT
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের করিডোরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের স্লোগান দেওয়ার অভিযোগে আল-আমিন ফকির (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
আল-আমিন ফকির মোড়েলগঞ্জ উপজেলার ছোট বাদুরা গ্রামের এলেম ফকিরের ছেলে।
আরো পড়ুন:
মহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দি
মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও ২ সন্তানের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শী অ্যাডভেকেট এস এস ইমরান বলেন, ‘‘বাগেরহাটে মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলায় ৪১ জন আসামি হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালতের করিডোরে বের হওয়ার পর তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আদালতের বিচারক দ্রুত এজলাস কক্ষ ত্যাগ করে কামরায় চলে যান। পরে উপস্থিত জনতা আল-আমিন ফকির নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।’’
বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন বলেন, ‘‘আজ জি আর ৩০২/২৪ নম্বর মামলার ধার্য তারিখ ছিল। মামলার ৬৮ আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছেন। হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে আসামিদের সঙ্গে থাকা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্লোগান দেন।’’
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘‘আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান দেওয়ার ঘটনায় আল-আমিন ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ঢাকা/শহিদুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব গ রহ ট ত র কর
এছাড়াও পড়ুন:
জামালপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১
জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রতিমা ভাঙচুরের অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।
পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল প্রতিমা। পূজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ।
শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে দিয়ে চলে যায়। রবিবার সকালে মন্দিরে ঢুকে সকল প্রতিমা ভাঙা দেখতে পান মন্দির কমিটির লোকজন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে।
তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন বলেন, ‘‘রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।”
এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এই ঘটনার পিছনে কারো কোন ইন্ধন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা/শোভন/এস