বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় ফিসফাঁস শোনা যাচ্ছিল। অবশেষে ক্যাট নিজেই জানালেন সুখবরটি। গতকাল মঙ্গলবার এক পোস্টের মাধ্যমে তিনি মা হতে যাওয়ার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ থেকে বিনোদনজগতের অনেকে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছেন। তবে বলিউড তারকা অক্ষয় কুমার একটু অন্যভাবে এই বিটাউন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের মিস্টার খিলাড়ির এই পোস্ট নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।
২০২১ সালের ডিসেম্বরে আড়ম্বরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তার পর থেকে এই বিটাউন দম্পতির বাবা-মা হতে যাওয়ার খবর নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে যায়। মাঝেমধ্যেই এ নিয়ে নানান গুঞ্জন শোনা যেত।

বিশেষ করে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেলেই তাঁর মা হতে যাওয়ার গুঞ্জন আরও যেন মাথা চাড়া দিয়ে উঠত। গতকাল ক্যাটের এক পোস্ট সব জল্পনাকল্পনায় ইতি টেনেছে। তারকা দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে তাঁদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। গতকাল দুপুরে ইনস্টাগ্রামে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে ক্যাট জানিয়েছেন যে তিনি মা হতে চলেছেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ক্যাটের বেবি বাম্প, সঙ্গে ভিকির মিষ্টি উপস্থিতি। আর ছবিতে দুজনের পরনের সাদা পোশাক আরও স্নিগ্ধতা ছড়িয়েছে। বিটাউন দম্পতি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করছি।’

আরও পড়ুনমা হতে চলেছেন, জানালেন ক্যাটরিনা নিজেই২২ ঘণ্টা আগেঅক্ষয় কুমার। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে আগুন লাগে।

আরো পড়ুন:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম

দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরো জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ