উচ্চ আদালতে পাঁচ মামলায় জামিন পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে এ আবেদন করা হয়। আদালত ১৩ নভেম্বর এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান। তিনি প্রথম আলোকে বলেন, রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.

আব্দুল্লাহ্ আল মাসুমের আদালতে পুলিশের ওপর হামলা মামলায় এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে আবদুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে ১৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। এর আগে গত রোববার (৯ নভেম্বর) উচ্চ আদালত থেকে পাঁচ মামলায় জামিন পান তিনি। পাঁচ মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে। এর মধ্যে তিন মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা আজ সোমবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নট টুডে’ (আজ নয়) রাখেন। ফলে আপিলের শুনানি পরে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপৃথক পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী০৯ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে ব্যবসায়ী আবদুর রহমান নিহতের ঘটনায় তাঁর ছেলে ফয়সাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় রোববার বিকেলে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাবেক মেয়র আইভী ছয় মাসের অধিক সময় ধরে জেলহাজতে আটক আছেন। তিনি নারায়ণগঞ্জের একজন পরিচ্ছিন্ন, সৎ এবং আদর্শবাদী মেয়র ও রাজনীতিক। উচ্চ আদালত পাঁচটি মামলায় তাঁর জামিন দেওয়ার পর বিরোধী পক্ষ তাঁকে হয়রানি করার জন্য তৎপর আছে। তাঁকে মিথ্যা মামলায় সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুনতিন মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি পেছাল২ ঘণ্টা আগে

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই সদর উপজেলার ভুঁইগড় এলাকায় আবদুর রহমান হত্যা মামলায় ২২৮ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে ওই মামলায় আইভী এজাহারভুক্ত আসামি নন। তাঁকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। অপর দিকে, গত ৯ মে আইভীকে আটক করে নিয়ে যাওয়ার মামলায় পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে নগরের দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে আইভী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তাঁকে অব্যাহতি দেন।

আরও পড়ুনদুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আইভী কারাগারে২৯ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র হ য় ৎ আইভ র বব র কর ছ ন আইভ ক

এছাড়াও পড়ুন:

জেলা জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন এবং ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাসাস এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়ায় জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা।

সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়, যাতে দিবসটি সফলভাবে পালন এবং কেন্দ্রীয় অনুষ্ঠানে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ দিবস পালনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী চেতনাকে আরও শাণিত করব। আগামী ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করবে। এজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। দিবসটি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, শামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি,এড. সৈয়দ মশিউর রহমান শাহীন, আনোয়ার হোসেন সুমন, এড. মতিউর রহমান মতিন, এড. মোঃ রফিকুল হাসান শিমুল, যুগ্ম সম্পাদক মাসুদ রানা মিন্টু, হাফিজুল হক, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুন অর রশীদ মুকুল, জেলা জাসাস দপ্তর সম্পাদক এস এম হালিম মুছা, চলচিত্র বিষয়ক সম্পাদক শেখ আলমাস আলী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর থানা (নারায়ণগঞ্জ জেলা) জাসাসের সভাপতি কবির শিকদার, সিনিয়র সহ সভাপতি মোঃ রহমত উল্লাহ ফকির, সাধারণ সম্পাদক রহিম সরদার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা রহিম হোসাইন বাবুল, আলীরটেক ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি তাসলিমা দেওয়ান, হেলেনা পারভীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজীব,রূপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলী, তারাব পৌর জাসাসের সভাপতি মোঃ রনি, বন্দর থানা (নারায়ণগঞ্জ জেলা) জাসাসের সাধারণ সম্পাদক মোঃ স্বপন, আড়াইহাজার থানা জাসাসের সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকার, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি মাসুদা, আলীরটেক ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সাগর, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক ডি এম লিটন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক সভাপতি শেখ মোঃ খোরশেদ আলম,জাসাস নেতা এম এস আক্তার, আব্দুল লতিফ সিকদার, মোঃ জুয়েল, মোঃ মামুন চৌধুরী, হারুন অর রশীদ সাগর, মোশারফ হোসেন খান, মোঃ শেখ রফিক, আঃ গফুর মিঞা, আরিফা, মায়া আক্তার, আমির হোসেন, আলহাজ¦ পনির হোসেন মিন্টু, সোলাইমান মিয়া, মহিউদ্দিন, মোঃ শফিকুল ইসলাম স্বপন, সৈয়দ মোঃ মাসুম, মোখলেসুর রহমান তোতা, এড. মোঃ নজরুল ইসলাম মাসুম, মোঃ মনির হোসেন মজিদ, মোঃ রিপন, এড. মোঃ মহসিন শেখ, মোহাম্মদ মাসুম শেখ প্রমুখ।
এছাড়া জেলা জাসাসের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সকলে একমত পোষণ করেন যে, জাসাসের মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জোরদার করা হবে। প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। 
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাসাস কেন্দ্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভা শেষে সকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সাফল্য কামনা করে দোয়া করেন। এ ধরনের প্রস্তুতি সভা জেলা জাসাসের কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নাসিকের মশারি বিতরণে মশারি নিতে আসেনি কেউ, অনুষ্ঠান পণ্ড
  • দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
  • ডেঙ্গু রোগ সম্পর্কে নাসিকের ২৭টি ওয়ার্ডে মাইকিং
  • ডেঙ্গু রোগ সম্পর্কে নাসিক’র ২৭ টি ওয়ার্ডে ৭ দিন মাইকিং
  • মানুষের ভাগ্য পরিবর্তন করতে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য : মাও.মইনুদ্দিন 
  • রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ
  • রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
  • ডেঙ্গু প্রতিরোধে আমরা নারায়ণগঞ্জবাসীর ২য় দিনে মশারী বিতরণ
  • জেলা জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত