নারায়ণগঞ্জের বন্দরে রাতভর অভিযান চালিয়ে তাঁতী লীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে সোমবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত বন্দর থানার ধামগড় ও মুছাপুর এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন নারায়ণগঞ্জ তাঁতী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল বারেক (৫২) এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো.

হানিফ কবির (৩৮)।

পুলিশ জানায়, প্রথমে রাত ৩টার দিকে ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আব্দুল বারেককে আটক করা হয়। এরপর রাত ৪টা ২০ মিনিটে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে হানিফ কবিরকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, হানিফ কবিরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, আব্দুল বারেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, আটক দুইজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। 

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আট শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ঔষুধ বিতরণ,মেডিসিন, গাইনি, শিশু ও কিশোররক বিশেষজ্ঞ ডাক্তার সেবাসহ ডায়াবেটিস,রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের সদস্য গাইনি বিশেষজ্ঞ ডা: আজরিনা আফরিনের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া, এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল-আমীন বলেন,  আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করছি।

ইতিপুর্বে উপজেলার বেশ কিছু এলাকায় আমরা চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেছি। এতে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। 

তিনি বলেন,এ পর্যায়ে আমরা সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রধানম করছি।

সেই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে প্রায় আট শতাধিক মানুষকে সেবা দিতে পেরেছি। পর্যায়ক্রমে আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হক সহ আরও অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ মামলায় জামিন পাওয়া আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
  • নাসিকের মশারি বিতরণে মশারি নিতে আসেনি কেউ, অনুষ্ঠান পণ্ড
  • দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
  • ডেঙ্গু রোগ সম্পর্কে নাসিকের ২৭টি ওয়ার্ডে মাইকিং
  • ডেঙ্গু রোগ সম্পর্কে নাসিক’র ২৭ টি ওয়ার্ডে ৭ দিন মাইকিং
  • মানুষের ভাগ্য পরিবর্তন করতে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য : মাও.মইনুদ্দিন 
  • রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ
  • আসন নিয়ে বিএনপির সঙ্গে টানাপোড়েন আছে, বললেন আবদুর রব ইউসুফী
  • কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার