নারায়ণগঞ্জ বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদের কৃষি অধিদপ্তর প্রাঙ্গণ উপজেলার বিভিন্ন এলাকার ৬শ জন কৃষককে এসব উপকরণ প্রদান করা হয়।

বন্দর উপজেলা কৃষি অফিসার নুর-এ- কাউছারের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: আরিফুল ইসলাম,হুমায়রা মহসিন সহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তারাবৃন্দ।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সোমবার ৬শ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বারি সরিষা-৯ বীজ ২০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

প্রার্থী বদলের বিক্ষোভে টায়ারে জ্বালাতে গিয়ে দগ্ধ সাবেক ছাত্রদল নেতা

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ সময় টায়ারে আগুন জ্বালাতে গিয়ে সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শরীরে আগুন নিয়েই ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ওই নেতা। পরে তার সঙ্গে অন্য নেতাকর্মীরা তার গায়ে থাকা জার্সি খুলে আগুন নেভান।

আরো পড়ুন:

রাতে বিএনপির জরুরি বৈঠক 

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলনের প্রাথমিক মনোনয়ন বাতিল করে নাসির হোসেন অস্থিরকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, ‘‘আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করে। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’

শফিকুল হক মিলন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২০১৮ সালের নির্বাচনেও তিনি রাজশাহী-৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ