এবারও মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে ভর্তি
Published: 10th, November 2025 GMT
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলার সদরে অবস্থিত বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৬) জন্যও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) অধীন বিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ সোমবার অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানিয়েছে, ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। লটারির সম্ভাব্য সময় আগামী ১৪ ডিসেম্বর। মোবাইল অপারেটর টেলিটকের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে হবে এই লটারি।
সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকেরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন।
প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। এক সময় কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে লটারিতে শিক্ষার্থী ভর্তির কাজ চলছে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে ভর্তির বয়স কত০৪ নভেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভর ত র
এছাড়াও পড়ুন:
সালমানকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী: শাকিল খান
নব্বই দশকের পর্দা কাঁপানো নায়ক সালমান শাহ। প্রায় একই সময়ে উঠে আসেন আরেক উজ্জ্বল নক্ষত্র শাকিল খান। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “সালমান শাহকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী।”
গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) অ্যাওয়ার্ড ২০২৫’। এতে বিশেষ সম্মাননা পান শাকিল খান। অনুষ্ঠান শেষে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন খোলামেলা কথা বলেন তিনি।
আরো পড়ুন:
সালমানকে ভাই ছাড়া অন্য চোখে দেখিনি: শাবনূর
সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিন চাইবেন সামিরা
সিনেমা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও আজও নিজেকে ‘ফিল্মম্যান’ বলেই পরিচয় দেন শাকিল খান। তিনি বলেন, “সিনেমার কারণেই মানুষ আজও আমাকে মনে রেখেছে। আমি এখনো এই মাধ্যমকে ভালোবাসি। আমি সিনেমা করব না—এমন কথা কখনো বলিনি। তবে সেটা হতে হবে সুস্থ ধারায়। এখন ভালো সিনেমা হচ্ছে, কিন্তু আগের মতো এক প্রযোজকের ধারাবাহিক আগ্রহ আর দেখা যায় না।”
নব্বই দশকে জনপ্রিয়তা আর ব্যবসাসফল সিনেমার নায়ক ছিলেন শাকিল খান। তবু নিজের সময়ে ‘সুপারস্টার’ তকমা পাননি। এ নিয়ে কিছুটা আক্ষেপ মিশিয়ে তিনি বলেন, “এখন একটি সিনেমা মুক্তি পেতেই অভিনেতারা সুপারস্টার হয়ে যাচ্ছেন। আমরা তখন একের পর এক হিট সিনেমা দিয়েও সেই অভিধা পাইনি। ১৯৯৬ সালে ‘এই মন তোমাকে দিলাম’ সিনেমা ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে ব্যবসাসফল হয়েছিল। দর্শকের ভালোবাসা পেয়েছি, কিন্তু কেউ বলেনি আমরা সুপারস্টার। এখন তো দুটি সিনেমা করলেই নামের আগে যোগ হয় ‘সুপারস্টার’। আসলে আপনারাই এটা বানাচ্ছেন।”
আলোচনার এক ফাঁকে সালমান শাহ প্রসঙ্গে ফিরে যান শাকিল খান। তিনি বলেন, “সালমান শাহ কেবল একজন অভিনেতা ছিলেন না, সে ছিল একটা যুগের প্রতীক। তাকে শেষ করে দেওয়ার পেছনে যারা ছিল, তারা আসলে নিজেদেরই হারিয়ে দিয়েছে।”
ঢাকা/শান্ত