ব্রাজিলের কোচ হতেই কি আল হিলালের চাকরি ছাড়লেন জেসুস
Published: 3rd, May 2025 GMT
পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের সঙ্গে চুক্তি বাতিল করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। দুই পক্ষ সমঝোতা করে চুক্তি বাতিল করার কথা উল্লেখ করেছে আল হিলাল কর্তৃপক্ষ।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল হিলাল গত ২৯ এপ্রিলের ম্যাচে আরেক সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে। এরপর আলোচনা করে জেসুস দায়িত্ব ছাড়েন বলে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে।
যদিও আল হিলালের সামনে এখনো পাঁচটি লিগ ম্যাচ বাকি আছে। যা ২৬ মে শেষ হবে। ওই পাঁচ ম্যাচে সৌদি আরবের সাবেক ফুটবলার ও কোচ মোহাম্মদ আল-শালহুব দায়িত্ব পালন করবেন।
আল হিলাল বিবৃতি দিয়ে বলেছে, ‘আল হিলালের বোর্ড ও পর্তুগিজ কোচ জেসুস সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। আল হিলালের টেকনিক্যাল স্টাফরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখায় ক্লাব তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বোর্ড শালহুবকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ব্রাজিলের কোচের পদ থেকে ডরিভাল জুনিয়রকে ছাঁটাই করার পর থেকেই নতুন কোচ হিসেবে হোর্হে জেসুসের নাম আসছিল। জোর আলোচনায় ছিলেন কার্লো আনচেলত্তি। তবে ইতালিয়ান কোচ আনচেলত্তিকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় জেসুস নতুন করে সেলেসাওদের কোচ হওয়ার জন্য ফেবারিট হন।
ফুটবল দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো কার্লো আনচেলত্তির আশা ছাড়েনি। দুই পক্ষ নাকি চুক্তির বিষয়ে সম্মতই আছে। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতা করে আনচেলত্তি কীভাবে বার্নাব্যু ছাড়েন তা দেখার অপেক্ষায় আছে সিবিএফ।
এর মধ্যে হোর্হে জেসুস হুট করে চাকরি ছেড়ে দেওয়ায় হাওয়া বদলের আভাস পাওয়া যাচ্ছে। লিগ মৌসুম শেষ হওয়ার আগেই সাবেক বেনফিকা, ফ্লামেঙ্গো কোচ জেসুস চাকরি ছাড়ায় তিনিই ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের নতুন কোচ হওয়ার ক্ষেত্রে জেসুসের প্লাস পয়েন্ট হলো- তিনি ব্রাজিলের লিগে কোচিং করানোয় ব্রাজিলের ফুটবল সম্পর্কে ধারণা রাখেন। ব্রাজিল ও পর্তুগালের ভাষা একই হওয়াও একটি কারণ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল আল হ ল ল র নত ন ক ফ টবল
এছাড়াও পড়ুন:
১০ বছর পর ফিরেছে সিক্স
তরুণ রক মিউজিশিয়ানদের রিয়েলিটি শো ‘নেসক্যাফে গেট সেট রক’–এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ২০১২ সালে যাত্রা শুরু করে ‘সিক্স’। ২০১৩ সালের মার্চে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম এইতো সময়। পাঁচ গানের অ্যালবামটি ব্যান্ড শ্রোতাদের মন জয় করে। ২০১৫ সালে একটি বেসরকারি টেলিভিশনে শেষবারের মতো পারফর্ম করে সিক্স। সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে বিরতিতে যায় তারা। অবশেষে ১০ বছরের বিরতি কাটিয়ে ফিরেছে সিক্স। চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন গান ‘এইতো সময় ২’। এটি তাদের প্রথম অ্যালবামের ‘এইতো সময়’ গানের সিকুয়েল।
পুরোনো ছবিতে সিক্স ব্যান্ডের সদস্যরা