চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে কত টাকা নিলেন মৌনি?
Published: 4th, August 2025 GMT
হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ মৌনি রায়। বলিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী। তবে চারটি সিনেমায় আইটেম কন্যা রূপে দেখা গেছে তাকে। ফের একই রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী। ‘ভীষ্মভারা’ সিনেমার আইটেম গানটিতে ৬৯ বছরের মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।
কয়েক দিন আগে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন চিরঞ্জীবি ও মৌনি রায়। গানটির কোরিওগ্রাফি করেন গণেষ আচার্য। এ গানের শুটিংয়ের কয়েকটি দৃশ্য প্রকাশ্যে এসেছে। তারপর থেকে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মৌনি?
গ্রেট অন্ধ্র ডটকমের তথ্য অনুসারে, আইটেম গানটিতে পারফর্ম করার জন্য ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন মৌনি রায়। বর্তমান সময়ে একটি আইটেম গানে যে পরিমাণ ব্যয় হয়, সে তুলনায় মৌনির এই পারিশ্রমিক খুবই সাশ্রয়ই নির্মাতাদের জন্য।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “এ গানে পারফর্মের জন্য নির্মাতারা প্রথমে কারিনা কাপুরকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কারিনা কাপুর খান ৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। সর্বশেষ মৌনি রায়কে দিয়েই কাজ করিয়েছেন নির্মাতারা।”
মাল্লিডি ভাসিস্তা নির্মাণ করছেন ‘ভীষ্মভারা’ সিনেমা। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। ‘স্টালিন’ সিনেমার পর দ্বিতীয়বার চিরঞ্জীবির সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। তাছাড়াও অভিনয় করছেন—আশিকা, ইশা চাওলা, কুনাল কাপুর, সুরভি প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইট ম গ ন
এছাড়াও পড়ুন:
বিএসইসির নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ
নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস, ১৯৯৯’ রহিত করে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’ প্রণয়ন করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, নতুন এই বিধিমালা গত ৩০ অক্টোবর বিএসইসি কর্তৃক অনুমোদিত হয়।
আরো পড়ুন:
টানা ৫ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন
শেয়ার ফেরত না দিলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আলটিমেটাম
গেজেটে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ সালের XVII) এর ধারা ৩৩ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এতদ্বারা মার্জিন বিধি, ১৯৯৯ বাতিল করছে। নতুন বিধির নাম রাখা হয়েছে-‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’। এটি কার্যকর হবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’ কার্যকর হওয়ার তারিখ থেকে।
তবে গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মার্জিন রুলস, ১৯৯৯ এর অধীনে ইতোমধ্যে গৃহীত বা সম্পন্নকৃত যেকোনো পদক্ষেপ, মামলা বা আইনি কার্যক্রম নতুন বিধিমালা কার্যকর হলেও বলবৎ থাকবে। এসব কার্যক্রম পূর্ববর্তী বিধির অধীনে সম্পন্ন হবে এবং বৈধ গণ্য হবে।
এছাড়া নতুন বিধি কার্যকর হওয়ার পূর্বে চলমান কোনো আইনি মামলা বা প্রসিকিউশন মার্জিন রুলস, ১৯৯৯ অনুযায়ী নিষ্পত্তি করা যাবে এবং সেই বিধি কার্যকর বলেই গণ্য হবে যতক্ষণ পর্যন্ত নতুন বিধিমালা সম্পূর্ণরূপে কার্যকর না হয়।
ঢাকা/এনটি/এসবি