এপ্রিল মাসে ‘ইনমা’র প্রধান কার্যালয় থেকে আমার কাছে ফোনকল আসে। ইনমা—ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন। বিশ্বের বৃহত্তম মিডিয়া সংগঠন। ১০০টির বেশি দেশের আট শতাধিক সেরা সংবাদমাধ্যম এর সদস্য। তাঁরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেন, আমি যেন নিউইয়র্কে আন্তর্জাতিক মিডিয়া কংগ্রেসে যোগ দিই। তা থেকে আমাদের একটা ধারণা হয় যে প্রথম আলো হয়তো এবার ভালো একটা পুরস্কার পেতে পারে।
সংবাদমাধ্যমের বিশ্বমঞ্চে
২১ মে তিন দিনের সম্মেলন শুরু হয় বিশ্বখ্যাত নিউইয়র্ক টাইমস–এর সম্মেলন কেন্দ্রে। আর ২২ মে, ২০২৫ নিউইয়র্কের ম্যানহাটানে এডিসন হোটেলের বলরুমে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো.
মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হলো, তৃতীয় পুরস্কার পাচ্ছে নরওয়ের বিখ্যাত শিবস্ট্যাড মিডিয়া। পেরুর বড় পত্রিকা এল কমার্সিও গ্রুপ দ্বিতীয়। এবার প্রথম পুরস্কার।
মঞ্চ থেকে ঘোষণা করা হলো, এটি পাচ্ছে প্রথম আলো, বাংলাদেশ থেকে। জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা, তরুণ পাঠকদের যুক্ততা ও পরবর্তী নানামুখী উদ্যোগের জন্য এই পুরস্কার পাচ্ছে প্রথম আলো। মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করলাম। সাহসী উদ্যোগে প্রাপ্য পুরস্কার প্রাপ্তি প্রথম আলোর জন্য সত্যিই অনেক আনন্দের। আরও পুরস্কার ঘোষণা করা হচ্ছে। মঞ্চের দিকে আর বড় পর্দায় চোখ রাখছি; কারণ, সারা পৃথিবীর সেরা গণমাধ্যমগুলো কী কী নতুন কাজ করে পুরস্কার জিতে নিচ্ছে, তা থেকে নতুন নতুন ভাবনা পাওয়া যায়। আমরা কোথায় ভালো করছি, কোথায় পিছিয়ে আছি, তা–ও জানতে পারি। নিউজ ব্র্যান্ডের আরেকটি পুরস্কারের ঘোষণা করা হলো ‘বেস্ট ইউজ অব অ্যান ইভেন্ট টু বিল্ড এ নিউজ ব্র্যান্ড’ ক্যাটাগরিতে। আমাদের ‘জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড’ উদ্যোগের জন্য তৃতীয় পুরস্কার পেল প্রথম আলো। এই উদ্যোগে আমাদের সঙ্গে ছিল আইসিডিডিআরবি। এই শ্রেণিতে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্বিতীয় হয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস। এভাবে মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলো। বিশ্বের প্রধান পত্রিকাগুলোর যারা এবার পুরস্কার পেয়েছে, তারা হলো যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল, যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস, ভারতের দি টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, কানাডার টরেন্টো স্টার, চীনের সাইথ মর্নিং পোস্ট প্রভৃতি।
প্রথম আলো বৈশ্বিক এই প্রতিযোগিতায় আগেও সাফল্য পেয়েছে। ৫ বছর ধরে প্রথম আলো এই সম্মানজনক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে এবং এর আগে একবার প্রথম আলো প্রথম পুরস্কার অর্জনসহ মোট ১১টি পুরস্কার পেয়েছে। তবে সব পুরস্কার ছাপিয়ে গেছে এবারের এই স্বীকৃতি—যেখানে প্রথম পুরস্কারের পাশাপাশি প্রথমবারের মতো অর্জন করেছে ‘দক্ষিণ এশিয়ায় সেরা’র স্বীকৃতি।
আকর্ষণীয় ছয় পুরস্কার
সবশেষে আরও আকর্ষণীয় ছয়টি পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্বের ছয়টি অঞ্চলের ছয়টি সেরা সংবাদমাধ্যমের উদ্যোগকে সেরার স্বীকৃতি ও সম্মান দেওয়ার পালা। যার মধ্যে ইউরোপ, আফ্রিকা, লাটিন আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া প্যাসিফিকও সেরার স্বীকৃতি ও সম্মান পেল। আমি টেবিলে বসে ভাবছি, দক্ষিণ এশিয়ার এই ক্যাটাগরিতে যদি আমরা সেরার পুরস্কারটা জিতে নিতে পারতাম, কেমন হতো! কিন্তু সে রকম কোনো আভাস তো আগে পাইনি। কাজেই কে হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা, তা শোনার জন্যই তাকিয়ে রইলাম মঞ্চের দিকে। আমাদের জন্য এল এক আনন্দদায়ক ও বিস্ময়কর মুহূর্ত। ঘোষণা হলো, দক্ষিণ এশিয়ার সেরা প্রথম আলো। চারদিকে তুমুল করতালি। আলোকিত মঞ্চে উঠে দক্ষিণ এশিয়ার সেরা পুরস্কার গ্রহণ করলাম।
ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’–এ বিশ্বের ছয়টি অঞ্চল থেকে ছয়টি উদ্যোগকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়া থেকে সেরা নির্বাচিত হয় প্রথম আলো। পুরস্কারজয়ী অন্য পাঁচটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র প ন উইয়র ক প রথম আল আম দ র র জন য ট ইমস
এছাড়াও পড়ুন:
থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’
ভুটানের রাজধানী থিম্পুর বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’ শুরু হয়েছে। গত ৮ জুলাই সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) এই আর্টক্যাম্পটি চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
আর্ট ক্যাম্পে বাংলাদেশ থেকে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ যোগ দিয়েছেন দেশের সাতজন তরুণ শিল্পী। তারা হলেন- শিল্পী কানক চাঁপা চাকমা, আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি ও রূপশ্রী হাজং।
এছাড়া ভুটানের ২ জন তরুণ শিল্পীও এসপিবিএ আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন উগেন সেরিং দয়া ও কিশোর দাহাল।
এরই মধ্যে ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সঙ্গে মত বিনিময়ও করেন। এই আর্টক্যাম্পের সার্বিক পরিচালনায় রয়েছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম। সংবাদ বিজ্ঞপ্তি