ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসা শিক্ষক বাবাকে হত্যার দায়ে মায়ের ফাঁসির দাবি জানিয়েছেন মেয়ে। রোববার (৪ মে) বিকেলে উপজেলার বামুন্দী নতুন বাজারে (বিল আড়োলিয়া) শোকসভা অনুষ্ঠান থেকে এ দাবি জানান তিনি।

স্থানীয় চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক শেখ আল কালাম আজাদ হত্যার ঘটনায় এ শোকসভার আয়োজন করে শেখ পরিবার ও স্থানীয় জনতা।

ওই শোকসভায় নিহত শেখ আল কালাম আজাদের নবম শ্রেণি পডুয়া মেয়ে তাহসিন আহমেদ ঝিলিক বাবার হত্যার দায়ে তার মায়ের ফাঁসিতে ঝুলানো প্ল্যাকার্ড‌ হাতে মায়ের ফাঁসি দাবি করেন।

হাতে ‘খুনি তিথীর ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড ও মায়ের ছবি উঁচিয়ে ধরে তিনি বলেন, আমি আমার বাবার হত্যাকারী, আমার মায়ের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই! তার এ দাবিতে পুরো সভাজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শোকসভায় নিহত শিক্ষক আল কালাম আজাদকে স্মৃতিচারণ ও তার খুনিদের ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামের আমির ও নিহতের সহকর্মী মাদ্রাসার সুপার মাওলানা আলিমুজ্জামান, বিএনপির সহ-সভাপতি আ.

রহিম ফকির, মাওলানা রফিকুল ইসলাম, নিহতের চাচা তোফায়েল আহমেদ টিক্কা, নিহতের ছেলে মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি মো. সাহিন মিয়া, সাংবাদিক মতিয়ার রহমান মিয়া, ব্যবসায়ী হরিপদ দাসসহ আরও অনেকে।

স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং শেখ পরিবারের সদস্য ও ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এই সভায় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিহত শেখ আল কালাম আজাদ বিল আড়োলিয়া বাজারের বাজার কমিটির সভাপতি ও চরবামুন্দি ইয়াছিন আলি দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৭ এপ্রিল সন্ধ্যায় শিক্ষক আল কালাম আজাদ নিখোঁজ হন। ২৮ এপ্রিল তার ছেলে তানভীর আহম্মেদ শিমুল মধুখালী খানায় একটি  জিডি করেন এবং ২৯ এপ্রিল মধুখালী থানা পুলিশ উপজেলার জাহাপুর ইউনিয়নের কুঠরাকান্দি এলাকা হতে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মো. রাসেল শেখ (২৯), নিহতের দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা তিথী (৩০) ও শাশুড়ি রাফেজাকে (৫৫) গ্রেপ্তা‌র করে পুলিশ। এর মধ্যে মো. রাসেল আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল শ কসভ

এছাড়াও পড়ুন:

বছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ

২০২৬ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি এবং দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পেনে অনুশীলন এবং আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।

স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তাঁর ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।

আরও পড়ুনঅ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের০৫ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম হলেন পানিচেলি। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে, যেখানে গত জুলাইয়ে তিনি আলাভেস থেকে যোগ দেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করেছেন এবং এখন লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন।

মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি। এই ত্রয়ীর শেষ হচ্ছেন ২২ বছর বয়সী বাঁ-পায়ের মিডফিল্ডার পেরোনে। প্রেস্তিয়ানির মতো তিনিও ভেলেজের যুব দলে বেড়ে উঠেছেন। এখন ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

আর্জেন্টিনার এই সফরটি অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচটি। এমনকি এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পাওয়া হোয়াকিন পানিচেলি

সম্পর্কিত নিবন্ধ