জনপ্রিয় দক্ষিণি অভিনেতা প্রকাশ রাজ। পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তাঁর। এই অভিনেতা এবার ক্ষোভ প্রকাশ করলেন বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে।
প্রকাশ রাজ বলেন, নির্মাতাদের উচিত জরুরি বিষয় নিয়ে ছবি বানানো। তিনি এদিন আরও বলেন, আজকাল বলিউড ব্যক্তিত্বরা যেকোনো রাজনৈতিক ঘটনা নিয়ে নীরব থাকেন। কিন্তু কেন? উত্তরও তিনি দিয়েছেন। জানিয়েছেন হয়তো অধিকাংশ ভয় পেয়ে আছেন, আর বাকিরা বিকিয়ে গিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যেকোনো শক্তিশালী সরকারই আলোচনা থামাতে চাইবে। কিন্তু শিল্পীদের লড়াই চালাতে হবে। তাঁদের মধ্যে ওই বিষয়টা থাকা উচিত। তাঁদের মধ্যে সেই সচেতনবোধ থাকা উচিত যে তাঁরা কী আর কেমন ছবি বানাচ্ছেন, তাঁদের ছবিটি মুক্তি দেওয়ার জন্য লড়াই চালাতে হবে। এই জেদটা জরুরি।’

বলিউডের নিজের সহকর্মীদের নিয়ে এদিন কথা বলতে ছাড়েননি প্রকাশ রাজ। কোনো রাখঢাক না করেই তিনি জানান, তাঁদের অধিকাংশ বিক্রি হয়ে গেছেন। তাঁর কথায়, ‘তাদের মধ্যে অধিকাংশই বিক্রি হয়ে গেছে। আমার নিজের সহকর্মী তারা। আর বাকিরা ভীত কারণ ওদের সেই জোরটা নেই।

প্রকাশ রাজ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন

মার্কিন টিভি অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন। শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) কেলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “অপরিসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এমন এক উজ্জ্বল, উষ্ণ আলো পরপারে পাড়ি জমিয়েছে, একসময় যেখানে আমাদের সবাইকেই পৌঁছাতে হবে।” 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন কেলি। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্লিওমা নামক এক ধরনের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন কেলি ম্যাক। গ্লিওমা হলো একটি টিউমার যা মস্তিষ্ক বা মেরুদণ্ডে হয়ে থাকে। 

আরো পড়ুন:

জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন

লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)

সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরাও কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। ‘দ্য ওয়ার্কিং ডেড’ সিরিজে কেলির সহকর্মী ছিলেন আলানা মাস্টারসন। এ অভিনেত্রী লেখেন, “আমি খুব গর্বিত শেষ পর্বে একসঙ্গে লড়াই করেছি।” 

অভিনয় ছাড়াও বিজ্ঞাপন ও ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন কেলি। ‘ড. পেপার’, ‘রজ স্টোর’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-আ’-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • সেনাঘাঁটিতে সহকর্মীদের গুলি করলেন মার্কিন সার্জেন্ট, আহত ৫
  • ‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন
  • কালীগঞ্জ থানায় কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা