বলিউড নিয়ে বিরক্ত রাজ বললেন, ওরা বিক্রি হয়ে গেছে
Published: 5th, May 2025 GMT
জনপ্রিয় দক্ষিণি অভিনেতা প্রকাশ রাজ। পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তাঁর। এই অভিনেতা এবার ক্ষোভ প্রকাশ করলেন বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে।
প্রকাশ রাজ বলেন, নির্মাতাদের উচিত জরুরি বিষয় নিয়ে ছবি বানানো। তিনি এদিন আরও বলেন, আজকাল বলিউড ব্যক্তিত্বরা যেকোনো রাজনৈতিক ঘটনা নিয়ে নীরব থাকেন। কিন্তু কেন? উত্তরও তিনি দিয়েছেন। জানিয়েছেন হয়তো অধিকাংশ ভয় পেয়ে আছেন, আর বাকিরা বিকিয়ে গিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যেকোনো শক্তিশালী সরকারই আলোচনা থামাতে চাইবে। কিন্তু শিল্পীদের লড়াই চালাতে হবে। তাঁদের মধ্যে ওই বিষয়টা থাকা উচিত। তাঁদের মধ্যে সেই সচেতনবোধ থাকা উচিত যে তাঁরা কী আর কেমন ছবি বানাচ্ছেন, তাঁদের ছবিটি মুক্তি দেওয়ার জন্য লড়াই চালাতে হবে। এই জেদটা জরুরি।’
বলিউডের নিজের সহকর্মীদের নিয়ে এদিন কথা বলতে ছাড়েননি প্রকাশ রাজ। কোনো রাখঢাক না করেই তিনি জানান, তাঁদের অধিকাংশ বিক্রি হয়ে গেছেন। তাঁর কথায়, ‘তাদের মধ্যে অধিকাংশই বিক্রি হয়ে গেছে। আমার নিজের সহকর্মী তারা। আর বাকিরা ভীত কারণ ওদের সেই জোরটা নেই।
প্রকাশ রাজ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর ৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকার ৩০০ ফুট সড়কে আজ শুক্রবার বিকেলে চলন্ত একটি মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পথচারীরা রক্তাক্ত অবস্থায় বাইসাইকেল আরোহী অজ্ঞাত ওই যুবক ও তাঁর সহকর্মী মনির হোসেন মাতুব্বরকে (২৭) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন। পরে মনির হোসেনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাতে মনিরের ভগ্নিপতি কামাল হোসেন মাস্টার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, মনির স্যানিটারি মিস্ত্রি। আজ বিকেলে সাড়ে ৫টার দিকে মাস্তুল এলাকা থেকে কাজ শেষে মনির তাঁর সহকর্মীকে বাইসাইকেলে নিয়ে দুজন তাঁদের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মস্তুল নামক এলাকায় ৩০০ ফুট সড়কে চলন্ত একটি মোটরসাইকেল তাঁদের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজন বাইসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। মনির হোসেন খিলক্ষেতের ডুমনি এলাকায় থাকেন।
রাতে যোগাযোগ করা হলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী এক যুবক মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ২০ থেকে ২৫ বছর হতে পারে।
খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, তিনি কুর্মিটোলা হাসপাতালে গিয়ে জেনেছেন মনির হোসেন ছাড়াও মোটরসাইকেলের দুই আরোহীকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।