প্রত্যেক মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসে ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। এবার বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল এবারের আয়োজন। চলুন দেখে নেওয়া যাক এবার মেট গালার আসরে কারা ছিলেন।


কিম কার্দাশিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ক্রোম হার্টসের পুরোপুরি চামড়ার পোশাকে সাজিয়ে ছিলেন নিজেকে, মাথা থেকে পা পর্যন্ত একচ্ছত্র চামড়ার লুকে। ছবি: গেটি ইমেজ


৭০ এর দশকের ধাঁচে তৈরি ঝকঝকে গরম গোলাপি রঙের স্যুটে নজরকাড়া উপস্থিত হন চ্যাপেল রোন। ছবি: গেটি ইমেজ


প্রথমবার এই আসরে হাজির হন বলিউড তারকা শাহরুখ খান। কালো পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন নজরকাড়া গহনা, সঙ্গে ছিল একটি ছড়ি। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ছবি: গেটি ইমেজ


৭০-এর দশকের স্টাইল অনুপ্রাণিত হয়, জেনডায়া পরেছিলেন একটি কাস্টম সাদা সিল্ক সিঙ্গল-ব্রেস্টেড লুই ভুইতঁ টাক্সিডো। ছবি: গেটি ইমেজ


কাইলি জেনারের জন্য তাঁর লুকটি তৈরি করেছেন ফেরাগামোর ডিজাইনার ম্যাক্সিমিলিয়ান ডেভিস। ছবি: গেটি ইমেজ


প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিত দোসাঞ্জ অনুকরণ করেছেন ২০শ শতকের শুরুর দিকের এক ভারতীয় ড্যাপার ব্যক্তিত্ব স্যার ভূপিন্দর সিংহকে। ছবি: গেটি ইমেজ


আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস পুরনো হলিউডের গ্ল্যামারকে নতুন রূপ দেন বরফি নীল বারডো-স্টাইলের মনক্লেয়ার গাউন। ছবি: গেটি ইমেজ


পপ তারকা লিসা প্রথমবারের মতো মেট গালায় উপস্থিত হন। ছবি: গেটি ইমেজ


ব্যাড বানি নিজের ঐতিহ্যকে সম্মান জানিয়ে তার লুক সম্পূর্ণ করেন একটি পুয়ের্তো রিকোর ঐতিহ্যবাহী ‘পাভা’ টুপি পরে। হাতে ছিল একটি ব্যাগ। ছবি: গেটি ইমেজ


জিজি হাদিদের ঝকঝকে সোনালি মিউ মিউ গাউনটি তৈরি হয়েছে গ্যাব্রিয়েলা কারেফা-জনসনের সঙ্গে যৌথভাবে, যিনি ভোগ-এর সাবেক ফ্যাশন সম্পাদক এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি ভোগ কভারের স্টাইলিং করেছিলেন। ছবি: গেটি ইমেজ


২০০৩ সালের পর আর মেট গালায় দেখা যায়নি ডায়ানা রসকে। এবার আসার সিদ্ধান্তটা ছিল একেবারেই শেষ মুহূর্তের। তার পরনের পোশাক বলছে ভিন্ন কথা—তিনি যেটিকে বলছেন ‘ফরএভার ফ্যামিলি’ গাউন। সেই মনকাড়া পোশাকের ঝুলে সূচিকর্মে লেখা ছিল তাঁর পাঁচ সন্তান এবং আট নাতি-নাতনির নাম। ছবি: গেটি ইমেজ


ফ্যারেল উইলিয়ামস, যিনি এই ইভেন্টের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে পরেছিলেন একটি ডাবল-ব্রেস্টেড ব্লেজার, যা ১৫,০০০ মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি তৈরিতে লেগেছে ৪০০ ঘণ্টা। উইলিয়ামসের স্ত্রী হেলেন লাসিখান পরেছিলেন একটি কর্সেটেড চামড়ার বডিস্যুট। ছবি: গেটি ইমেজ


মার্কিন গীতিকার, গায়িকা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী তেয়ানা টেলর পোশাক ডিজাইন করেছেন মার্ক জ্যাকবস। ছবি: গেটি ইমেজ


জেনি পরেছিলেন একটি কালো চামড়া স্যাটিন জাম্পস্যুট, যা মুক্তা দিয়ে সজ্জিত ছিল। সঙ্গে ছিল একটি ওভারস্কার্ট, একটি সাদা সিল্ক কামেলিয়া এবং একটি টপ হ্যাট। ছবি: গেটি ইমেজ

 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ছ ল ন একট কর ছ ন

এছাড়াও পড়ুন:

অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা

বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নেই অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ৩২ বছরের মধ্য এ ঘটনার প্রথমবারের মতো ঘটল যে কোনো র‍্যাংকিংয়ে জায়গা পেল না অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। দ্য টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ এ প্রথম তিনে জায়গা পায়নি এ দুই বিশ্ববিদ্যালয়।

এদিকে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম ও কেমব্রিজ তৃতীয় স্থানে রয়েছে।

গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) তালিকার শীর্ষেই আছে। এরপরে দ্বিতীয় স্থানে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যর গণমাধ্যমে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে চতুর্থ স্থানে আছে, যা গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান দুটিকেই সেরা তিনের বাইরে ঠেলে দিয়েছে। ৩২ বছর ধরে করা এই গুড ইউনিভার্সিটি গাউড প্রথমবার এমনটা হলো যে অক্সফোর্ড ও কেমব্রিজ প্রথম তিনে নেই।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ। গত বছরই লন্ডন স্কুল অব ইকোনমিকস চতুর্থ স্থান প্রথম স্থানে চলে এসেছিল। গত বছর সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়; যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ দুটোই একধাপ নিচে নেমে গিয়েছিল।

পঞ্চম স্থান থেকে তৃতীয়তে উঠে আসা ডারহাম বিশ্ববিদ্যালয়কে এবার ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত নিবন্ধ

  • ৭ কোটি ৮০ লাখ বছর আগে গ্রহাণুর আঘাতে কী ঘটেছিল পৃথিবীতে
  • ইবিতে প্রথমবারের মতো যাত্রা শুরু বৈদ্যুতিক শাটলের 
  • অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা