আইইউবিএটিতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে কর্মশালা
Published: 9th, May 2025 GMT
অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে ও আত্মবিশ্বাস বাড়াতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার আয়োজিত ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক এই কর্মশালায় আইইউবিএটির বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, বিএসির সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
বিএসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক এস এম কবির কর্মশালায় সভাপতিত্ব করেন এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আইইউবিএটির উপ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক খন্দকার সাইফ উদ্দিন এবং বিএসির পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ। কর্মশালার মূল অধিবেশনে অধ্যাপক এস এম কবির বিএসি অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, নীতিমালা, প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও এভিডেন্স উপস্থাপনসহ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাপনী পর্বে আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক রাজীব লোচন দাস ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গবেষণায় অবদানের স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা
ছবি: আইইউবিএটির সৌজন্যে