অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের পদক্ষেপ
Published: 14th, May 2025 GMT
অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধের পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। সংগঠনগুলোর ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট, পেইজ ও গ্রুপ ‘ব্লক’ করতে দেশের ইন্টারনেট অপরাটেরগুলোকে চিঠি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনক (বিটিআরসি)। পাশপাশি আওয়ামী লীগ সম্পর্কিত কনটেন্ট সরিয়ে নিতে বলা হয়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সসহ (সাবেক টুইটার) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকেও চিঠি দেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে উদ্যোগ নিতে মঙ্গলবার বিটিআরসিকে চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শনিবার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বতী সরকার। পরদিন রোববার প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে বলেছিলেন, প্রজ্ঞাপন জারির পর বিটিআরসির মাধ্যমে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের অ্যাকাউন্ট ব্লক করার জন্য প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হবে। গত সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপরই সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে উদ্যোগ নিতে চিঠি দেয়।
বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বৃহম্পতিবার রাতে সমকালকে বলেন, আওয়ামী লীগ সংক্রান্ত অ্যাকাউন্ট, পেইজ গ্রুপ বন্ধ করতে এবং কনটেন্ট সরিয়ে নিতে ইন্টারনেট অপারেটর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তবে রাত ৯ টায় এ প্রতিবেদন লেখার সময় ৩৯ লাখ ফলোয়ার সমৃদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল পেজসহ এর অঙ্গ সংগঠন, নেতাকর্মীর পেজ, গ্রুপ ও অ্যাকাউন্টগুলো সচল ছিল।
জানা গেছে, অনলাইনের সবকিছু বন্ধ করার সক্ষমতা সরকারের নেই। তারা প্রধানত ওয়েবসাইট ব্লক করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরানো, পেজ বা অ্যাকাউন্ট বন্ধ এবং এগুলো তথ্য সংগ্রহে প্লাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান যেমন মেটা, টিকটক, গুগলকে অনুরোধ করতে হয়। প্ল্যাটফর্মগুলো নিজস্ব নীতিমালা অনুসারে ব্যবস্থা নিয়ে থাকে।
সর্বশেষ প্রতিবেদন অনুসারে, মেটা ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে বাংলাদেশে ২ হাজার ৯৪০টি কনটেন্টের বিষয়ে ব্যবস্থা নিয়েছে। গুগল ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৫ হাজার ৮২৭টি কনটেন্ট সরানোর জন্য ৪৯০টি অনুরোধ পায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ট আরস ফ সব ক ট কটক অ য ক উন ট ব ট আরস টফর ম আওয় ম সরক র
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
আরো পড়ুন:
নাঈমকে বাদ দিয়ে সৌম্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল
বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে
টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”
অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।
ঢাকা/আমিনুল