মধুপুরে হত্যা মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী আবির হাসানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মধুপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

অভিযোগ রয়েছে, মধুপুরে বেড়াতে এসে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে মারা যায় অথৈ মনি নামে এক শিক্ষার্থী। এ ঘটনাকে কেন্দ্র করে সাজানো হত্যা মামলায় আবির হাসানকে গ্রেপ্তার করা হয়। অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং গ্রেপ্তার শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, কারাবন্দি আবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সবুজ মিয়া, মাজহারুল ইসলাম মানিক, আবিরের বন্ধু মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী মারুফ, নয়ন, টাঙ্গাইলের এম এম আলী সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান, ধনবাড়ীর ভাইঘাট আইডিয়াল কলেজের সাজ্জাদ, সেলিম পারভেজ, ব্যবসায়ী খসরু, শহীদুল প্রমুখ।

তারা জানান, গত ৭ জানুয়ারি কুমুদিনী সরকারি মহিলা কলেজের ৫ শিক্ষার্থী প্রাইভেট পড়ার নাম করে কলেজ থেকে বের হয়ে মধুপুরে বেড়াতে আসে। বন্ধুদের সঙ্গে রাবার বাগান, বানর দেখে ফেরার পথে বন্ধু জাকারিয়ার মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আহত হয় অথৈ মনি নামে এক শিক্ষার্থী। গত ১৪ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। অথৈ মনি মির্জাপুর উপজেলার থলপাড়া ফতেপুর গ্রামের মো.

কালামের মেয়ে। ঘটনার দিন বেড়াতে যাওয়া বান্ধবীদের মধ্যে ছিল– লামিয়া জান্নাত, ঐশি, তন্বী ও অপি। তাদের সঙ্গে যোগ দেয় মধুপুরের জাকারিয়া, আবির হাসান, মারুফসহ কয়েকজন।

এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় অথৈ মনির মা আলেয়া বেগম ১৫ জানুয়ারি টাঙ্গাইল আদালতে মামলার আবেদন করেন। এতে তন্বী ও ঐশিকে বাদ রেখে জাকারিয়া, লামিয়া জান্নাত, অপি ও আবির হাসানের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। যা ৯ এপ্রিলে মধুপুর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এই মামলায় গত ১৪ এপ্রিল এলাকার একটি মেলা থেকে আবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবির মধুপুর সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বন্ধু হিসেবে তাদের সঙ্গে থাকা মারুফ জানায়, পুরোটাই মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানি করতে মামলা করা হয়েছে। এই মামলায় আসামিরা শিক্ষার্থী। তাদের জীবন নষ্ট করতে এমন করা হতে পারে। এ ঘটনায় সঠিক তদন্ত হলে সব খোলাসা হবে বলে দাবি করেন তিনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: কল জ র সরক র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স, যোগ্যতা এইচএসসি পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষার এলিমেন্টারি কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি করা হবে।

প্রোগ্রামের বিবরণ—

১. সন্ধ্যাকালীন কোর্স

২. এইচএসকে৪ লেভেলের কোর্স

৩. কোর্সের আসনসংখ্যা সীমিত।

ভর্তির যোগ্যতা—

ভর্তির যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস।

আরও পড়ুনজাতিসংঘের সম্পূর্ণ অর্থায়নে ইন্টার্নশিপের সুযোগ০২ নভেম্বর ২০২৫দরকারি তথ্য—

কোর্সের মেয়াদ: ১৫০ ঘণ্টা

ক্লাস হবে: প্রতি সপ্তাহে তিন দিন শুক্রবার, শনিবার ও বুধবার

সময়: সন্ধ্যা ৬টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষার এলিমেন্টারি কোর্সটি সন্ধ্যাকালীন

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স, যোগ্যতা এইচএসসি পাস