‘সাজানো’ মামলায় কারাবন্দি শিক্ষার্থীর মুক্তি চেয়ে বিক্ষোভ
Published: 15th, May 2025 GMT
মধুপুরে হত্যা মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী আবির হাসানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মধুপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
অভিযোগ রয়েছে, মধুপুরে বেড়াতে এসে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে মারা যায় অথৈ মনি নামে এক শিক্ষার্থী। এ ঘটনাকে কেন্দ্র করে সাজানো হত্যা মামলায় আবির হাসানকে গ্রেপ্তার করা হয়। অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং গ্রেপ্তার শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, কারাবন্দি আবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সবুজ মিয়া, মাজহারুল ইসলাম মানিক, আবিরের বন্ধু মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী মারুফ, নয়ন, টাঙ্গাইলের এম এম আলী সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান, ধনবাড়ীর ভাইঘাট আইডিয়াল কলেজের সাজ্জাদ, সেলিম পারভেজ, ব্যবসায়ী খসরু, শহীদুল প্রমুখ।
তারা জানান, গত ৭ জানুয়ারি কুমুদিনী সরকারি মহিলা কলেজের ৫ শিক্ষার্থী প্রাইভেট পড়ার নাম করে কলেজ থেকে বের হয়ে মধুপুরে বেড়াতে আসে। বন্ধুদের সঙ্গে রাবার বাগান, বানর দেখে ফেরার পথে বন্ধু জাকারিয়ার মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আহত হয় অথৈ মনি নামে এক শিক্ষার্থী। গত ১৪ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। অথৈ মনি মির্জাপুর উপজেলার থলপাড়া ফতেপুর গ্রামের মো.
এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় অথৈ মনির মা আলেয়া বেগম ১৫ জানুয়ারি টাঙ্গাইল আদালতে মামলার আবেদন করেন। এতে তন্বী ও ঐশিকে বাদ রেখে জাকারিয়া, লামিয়া জান্নাত, অপি ও আবির হাসানের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। যা ৯ এপ্রিলে মধুপুর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এই মামলায় গত ১৪ এপ্রিল এলাকার একটি মেলা থেকে আবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবির মধুপুর সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বন্ধু হিসেবে তাদের সঙ্গে থাকা মারুফ জানায়, পুরোটাই মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানি করতে মামলা করা হয়েছে। এই মামলায় আসামিরা শিক্ষার্থী। তাদের জীবন নষ্ট করতে এমন করা হতে পারে। এ ঘটনায় সঠিক তদন্ত হলে সব খোলাসা হবে বলে দাবি করেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাবনা জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য
পাবনা জেলা পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে পাবনা জেলার অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।
জেনে রাখুন
১. ছাত্রছাত্রীদের পাবনা জেলার স্থায়ী নাগরিক হতে হবে;
২. আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী হতে হবে;
৩. সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
১. যাঁরা ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
২. ছাত্রছাত্রীদের ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ পেতে হবে।
৩. যাঁরা ২০২৪ সালের আগে বা পরে উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।
যা লাগবে
১. আবেদনপত্রের সঙ্গে মূল নম্বরপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশ ও প্রত্যয়নপত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়বিষয়ক প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
আরও পড়ুনঅসচ্ছল-মেধাবীদের জন্য বরগুনা জেলা পরিষদের শিক্ষাবৃত্তি২২ এপ্রিল ২০২৪২. আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।
৩. আবেদন ফরম জেলা পরিষদের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা পরিষদ পাবনা সংগ্রহ করা যাবে।
৪. আবেদনপত্র জমার শেষ সময়: ৩১/০৫/২০২৫, বিকেল ৫টা।
বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: www.zppabna.gov.bd
আরও পড়ুননাসায় ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১৩ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্রে বৃত্তি, টোয়েফলে ৯০ ও আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন৫ ঘণ্টা আগে