রিকশা ম্যাটেরিয়ালে তৈরি ‘রিকশা গাউন’। দেখতে ঝলমলে, সহজেই চোখ আটকে যায়। তারপর যদি কোনো লাস্যময়ী সেই পোশাক পরে আত্মপ্রত্যয়ী ঢংয়ে হাঁটেন তাহলেতো নজর কাড়বেনই। ১০ মে ভারতের হায়দ্রবাদের তেলেঙ্গনায় শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার ৭২ তম আসর। ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর এই আসরে রিকশা গাউনে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়ে আকলিমা আতিকা কণিকা। ১১০ জন প্রতিযোগির মাঝে রিকশা গাউনে নজর কেড়েছেন আকলিমা।
হুডসহ রিকশার আদলে তৈরি এই গাউনে শোভা পাচ্ছে বর্ণিল নকশা। এর মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা ‘মা-বাবার দোয়া’। চোখ ধাধানো এই আউটফিট তৈরি করেছেন তরুণ ডিজাইনার রাইসা আমি শৈলী।
আকলিমা আতিকা কণিকা
আরো পড়ুন:
আজ মা দিবস
বড় স্বপ্ন পূরণে কীভাবে এগিয়ে যাবেন
মিস ওয়ার্ল্ড বাংলাদের ২০২৫ এর লাইসেন্স পেয়েছেন উদ্যোক্তা, ন্যাশনাল ডিরেক্টর ও মডেল আজরা মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ আকলিমা মেধা, সৌন্দর্য ও পরিশ্রমের প্রতীক। সে এমন একটি নতুন মুখ যাকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সবার সামনে তুলে ধরতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা, পরিশ্রম এবঙ দেশের প্রতি আছে ভালোবাসা। সে শিগগিরই বাংলাদেশের গর্ব হবে বলে আশাবাদী আমরা।’’
রাইসা আমিন শৈলী, ডিজাইনার বলেন, ‘‘রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওযার সাহস দিয়ে থাকেন, সেই উৎসাহ থেকেই গাউনে এই নকশা করেছি।’’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ভূমি আপিল বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৮তম গ্রেডের ১৫টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত ফল অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন মোট ২২৬ জন। ১৪ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯৫, সহকারী লাইব্রেরিয়ান পদে ৮, ক্যাশিয়ার পদে ১৮, ড্রাইভার পদে ৪৯, ডেসপাচ রাইডার পদে ২০ এবং অফিস সহায়ক পদে ৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি, ৯ম থেকে ১৬তম গ্রেডে নেবে ১১৪ জন১৫ নভেম্বর ২০২৫উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার (গাড়িচালক), ডেসপাচ রাইডার পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৮ ও ২৯ নভেম্বর, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান যথাসময়ে ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি৪ ঘণ্টা আগেআরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫