ইউজিসি অনুমোদিত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রকল্পিত নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্রজনতা'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন বক্তৃতারা বলেন, নারায়ণগঞ্জে ‎২০১৮ সালে প্রস্তাবিত তিনটি পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কথা ছিলো যেটা ২০২০ সালে অনুমোদন পায় এবং ২৩ সালে এটার বাজেট পাস করা হয়। বর্তমানে এ প্রকল্পগুলো স্থগিত করা রয়েছে। আমরা চাই এ প্রকল্পগুলোতে যাতে করে সরকার আবার হাত দেয়। 

যেহেতু বর্তমানে বাজেট নিয়ে অনেক সমস্যা চলছে গভর্মেন্টে আমাদের রিজার্ভ সংকট। সেক্ষেত্রে শুধু স্থাপনা করার জন্য সরকার যেন একটা পদক্ষেপ নেয়, শুধু খুঁটি পুঁতে রাখুক তাহলেই চলবে। যখন আবার আমাদের রিজার্ভ আবার সম্মুখে আসবে এবং দেশের অবস্থা ভালো হবে তখন তারা আবার কাজ করুক।

আমাদের এবিষয়ে এমন কোন জোর দাবি নেই যে এখন এই মুহূর্তেই করতে হবে, আমরা সেই ধরনের কোন চাপ সৃষ্টি করছি না। কিন্তু নারায়ণগঞ্জবাসীর যে দাবি এবং প্রত্যাশা সেইটা যাতে করে কোনোভাবেই নষ্ট না হয়।‎

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোশালিস্ট ‎আলিফ দেওয়ান, বরিশাল ইউনিভার্সিটির মোহাম্মদ জিসান হোসেন, তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের নিলয় খান ও সোহেল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গা ব্রীজ থেকে শশই সোনাই নদীরপাড় পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (৬ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শশই উত্তর-মধ্যপাড়া ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম সরদার, সমাজসেবক আব্দুল কায়ুম রাষ্টু মিয়া, আবুল খায়ের, মিয়া ইয়ার মোহাম্মদ, খালেদ রাসেল, মো. মুন্সী আসাদুজ্জামান প্রমুখ।

আরো পড়ুন:

অনুদান পায়নি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবার

বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, ৬ দিন পর মৃত্যু

বক্তারা বলেন, প্রায় ৭ মাস আগে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। কাজ শুরুর কিছুদিন পর থেকেই বিভিন্ন স্থানে ধসে পড়তে শুরু করেছে। স্থানীয়রা বারবার মান নিয়ন্ত্রণের কথা বললেও তা আমলে নেননি সংশ্লিষ্ট ঠিকাদার।

তারা আরো বলেন, জনগণের করের টাকায় উন্নয়ন হলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। বক্তারা প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটির সাব-কন্ট্রাক্টর মনির হোসেন বলেন, “আমার কাজ এখনো শেষ হয়নি। কোথাও যদি নিম্নমানের কিছু হয়ে থাকে, তা অবশ্যই পরিবর্তন করা হবে। তবে রাস্তার দুই পাশে পাইপ বসিয়ে বালু উত্তোলনের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজের মেয়াদ এখনো দুই মাস বাকি।”

এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া বলেন, “কিছু নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ছিল, যেগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। কাজ এখনো চলমান এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।”

ঢাকা/পলাশ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপি মানববন্ধন 
  • ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
  • দোহারে বিএনপি নেতা শিক্ষক হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • সোনারগাঁয়ে শ্রমিক দলের গণসংযোগে হাজারো নেতাকর্মীর ঢল
  • সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না থাকলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের
  • উৎসবমূখর পরিবেশে সিদ্ধিরগঞ্জে ৯২-৯৩ ব্যাচ এর মৌসুমী ফল উৎসব
  • বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  
  • শহরে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ 
  • গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন 
  • বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন