চীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬
Published: 20th, May 2025 GMT
আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীন সরকারসহ বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরনের আকর্ষণীয় স্কলারশিপ প্রদান করে। চীনের মিনিস্ট্রি অব ফিন্যান্সের অর্থায়নে তেমনই একটি স্কলারশিপ আছে। এর কেতাবি নাম মফকম স্কলারশিপ। বাংলাদেশিরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।
চীন এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটির পড়ালেখার মানও বিখ্যাত। এ স্কলারশিপের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটির তালিকার প্রথম দিকেই আছে। এ স্কলারশিপ পেলে সম্পূর্ণ টিউশন ফি, বই ও ট্রেনিংসামগ্রীর জন্য ভাতাসহ যাবতীয় খরচ মেলে। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে চীনের ২৭টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এক অথবা দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদনের প্রিন্ট কপি, পাসপোর্টের মেইন পেজের কপিসহ প্রয়োজনীয় ডকুমেন্টের সফট কপি ও হার্ড কপি (দুই সেট) আয়োজক সংস্থায় প্রেরণের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠাতে হবে।
সুযোগ–সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি পাবেন আবেদনকারী।
*স্নাতকোত্তরের জন্য বছরে ৩৬ হাজার ইউয়ান ভাতা মিলবে।
*পিএইচডিতে ৪৮ হাজার ইউয়ান ভাতা।
*স্থানান্তর ভাতা হিসেবে এককালীন তিন হাজার ইউয়ান।
*বিনা মূল্যে ক্যাম্পাসে আবাসনের সুবিধা।
*বই ও ট্রেনিংসামগ্রীর ভাতা।
*গবেষণার সহায়তা মিলবে।
*মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করবে।
*চীনে যাতায়াতের বিমান টিকিট প্রদান করবে (এক বছরের বেশি সময়ের কোর্স হলে প্রতিবছর একবার ভ্রমণের জন্য যাতায়াতের বিমান টিকিট)।
আবেদনের যোগ্যতা
*সরকারি কর্মচারী।
*রিসার্চ ফেলো ও ব্যবস্থাপনা খাতে তিন বছরের কাজের অভিজ্ঞতা।
*ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা।
*বাংলাদেশের নাগরিক হতে হবে।
*বয়স ৪৫ বছরের কম হতে হবে।
*আইইএলটিএস স্কোর ৬ থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
*পাসপোর্ট সাইজের ছবি।
*পাসপোর্টের কপি।
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত বা একাডেমিক সিভি।
*স্টেটমেন্ট, গবেষণা প্রস্তাবনা ও ক্যারিয়ার ভাবনা।
*দুটি রিকমেন্ডেশন লেটার।
*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস)।
*ফরেন মেডিকেল সার্টিফিকেট।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র।
*স্কলারশিপের জন্য পূরণ করা আবেদনপত্র।
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫আবেদনের প্রক্রিয়া
স্কলারশিপের জন্য দুভাবে আবেদন করা যায়। সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদন করা যায়। আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দূতাবাসের স্কলারশিপ থাকে নির্দিষ্ট ও প্রতিযোগিতামূলক। কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু অনলাইনে আবেদন করলেই হয়, আবার কোথাও অনলাইনে আবেদনের সঙ্গে হার্ড কপিও পাঠাতে হয়। স্কলারশিপের আবেদনসংক্রান্ত সব বিষয় ওয়েব পেজে উল্লেখ থাকে।
*বৃত্তির আবেদনসহ বিস্তারিত তথ্যের জন্য ঢুঁ মারতে পারেন
আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য০৪ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
দূরের নক্ষত্রে বরফের খোঁজ
প্রথমবারের মতো দূরবর্তী একটি নক্ষত্রে বরফের সন্ধান পেয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। নাসার তথ্যমতে, সূর্যের চেয়ে সামান্য বড় ও উষ্ণ এইচডি ১৮১৩২৭ নামের নক্ষত্রের ধুলোময় ধ্বংসাবশেষ বা ডিস্কে বরফের স্ফটিক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বরফগুলো প্রায় ২ কোটি ৩০ লাখ বছরের পুরোনো। পৃথিবী থেকে ১৫৫ আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ডিস্কটি। নেচার সাময়িকীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
জেমস ওয়েবের অনুসন্ধানে দেখা গেছে, নক্ষত্র ও ডিস্কের মধ্যে বেশ দূরত্ব রয়েছে, যা আমাদের সৌরজগতের কুইপার বেল্টের মতো। এ বিষয়ে বিজ্ঞানী চেন শি বলেন, জেমস ওয়েব টেলিস্কোপ শুধু বরফ নয়, স্ফটিকের মতো বরফ আবিষ্কার করেছে। আমাদের সৌরজগতের কুইপার বেল্টের শনির বলয় ও বরফযুক্ত বস্তু বিভিন্ন স্থানে পাওয়া যায়। এইচডি ১৮১৩২৭ একটি অত্যন্ত সক্রিয় নক্ষত্র। এর ধ্বংসাবশেষের মধ্যে এখনো নিয়মিত সংঘর্ষ হচ্ছে। বরফময় বস্তু সংঘর্ষে লিপ্ত হলে ধুলোযুক্ত বরফের ক্ষুদ্র কণা নির্গত হয়। জেমস ওয়েব এসব শনাক্ত করছে।
নক্ষত্রে বরফের উপস্থিতি মহাবিশ্বজুড়ে গ্রহ কীভাবে বিকশিত হয়, তা জানার ক্ষেত্রে নতুন তথ্য দিচ্ছে বিজ্ঞানীদের। তাঁদের মতে, বেশির ভাগ বরফই নক্ষত্র থেকে সবচেয়ে দূরের অবস্থানে পাওয়া গেছে। এ বিষয়ে বিজ্ঞানী চেন বলেন, ধ্বংসাবশেষ ডিস্কের মাঝখানে জেমস ওয়েব প্রায় আট শতাংশ বরফ শনাক্ত করেছে। সেখানে সম্ভবত হিমায়িত কণা ধ্বংস হওয়ার আগে কিছুটা দ্রুত উৎপন্ন হয়।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে দাবি করেছেন, এমন ধ্বংসাবশেষ ডিস্কে বরফ থাকতে পারে। জেমস ওয়েবের আগে এই ধরনের বরফ পর্যবেক্ষণ করার জন্য যথেষ্ট সংবেদনশীল যন্ত্র ছিল না। নতুন বরফকণার খোঁজ পেয়ে গবেষকেরা মিল্কিওয়ে গ্যালাক্সিজুড়ে সক্রিয়ভাবে গ্রহ ব্যবস্থা গঠনকারী ধ্বংসাবশেষ ডিস্কে আরও অনুসন্ধান করতে আগ্রহী হয়েছেন।
সূত্র: এনডিটিভি