আড়াই বছরের আন্দোলন ও অনশন শেষে মূল ক্যাম্পাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ক্লাস শুরু করবেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৫ বছর পর ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকেই নগরীর মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট থেকে আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরাও এই আসবাবপত্র গোছানোর কাজে অংশ নেন। ছবি ও ভিডিও পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

চারুকলার স্নাতকোত্তর শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম সমকালকে বলেন, অনেক কষ্ট, আন্দোলন, অনশন করেছি আমরা। এখন আমাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। একটি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যানে মালামাল নিয়ে যাওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ড.

আবদুল করিম ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। সেখানেই ইনস্টিটিউটের নতুন ক্লাসরুম ও অফিস কক্ষ স্থাপন করা হচ্ছে। 

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া সমকালকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। আজকের এই দিনটি চারুকলার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শামীম উদ্দিন খান সমকালকে বলেন, সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। তবে সমাবর্তনের প্রস্তুতির কারণে তখন স্থানান্তর সম্ভব হয়নি। এখন আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ২০২২ সাল থেকে কয়েক দফা আন্দোলন করেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত ২১ এপ্রিল এই দাবিতে ৯ শিক্ষার্থী অনশনেও বসেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট ডেকে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় ৩৪ ঘণ্টা পর তারা অনশন প্রত্যাহার করেন।

চারুকলা আন্দোলনের শুরু যেভাবে 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের যাত্রা ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর। এরপর ২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক করে গঠন করা হয় চারুকলা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে এখন এর অবস্থান। প্রায় ১৫ বছর ধরে ইনস্টিটিউটটি সেখানেই পরিচালিত হয়ে আসছে। দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং মূল ক্যাম্পাস থেকে বিচ্ছিন্নতার কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

২০২২ সালের ২ নভেম্বর শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার পর ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ক্লাস বর্জনের পাশাপাশি তারা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চবি চারুকলা ইনস্টিটিউটের এক দফা দাবিতে আন্দোলন চলে। 

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আন্দোলনের পরিপ্রেক্ষিতে চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়। ওই বছরের ৯ ফেব্রুয়ারি আন্দোলনের ১০০তম দিনে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা ও হামলা করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে প্রায় তিন মাস বন্ধ থাকার পর সেশনজট কমাতে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা। এসময়ও মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ডিসেম্বরে আবারও আন্দোলন নামেন চারুকলার শিক্ষার্থীরা। ১২ ডিসেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের মার্চের মধ্যেই চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। তবে এই প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না দেখায় ২১ এপ্রিল থেকে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপরই ৩৪ ঘণ্টা অনশনের পর জরুরি সিন্ডিকেট সভায় ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফেরানোর সিদ্ধান্ত হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র পর চ র কল বছর র

এছাড়াও পড়ুন:

বিদেশিদের বন্দর দেওয়ার সিদ্ধান্ত পাল্টাতে হবে

নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণ–অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। আজ শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শুরু হওয়া অনশন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে শতাধিক শ্রমিক প্রেসক্লাব চত্বরে জড়ো হন। একে একে বক্তব্য দেন শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। তাঁরা দাবি করেন, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর নিজস্ব সক্ষমতায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এখানে বিদেশি অপারেটরের প্রয়োজন নেই।

স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনাতেই ভালোভাবে চলছে। বছরে আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা করে এই প্রতিষ্ঠান। এমন একটি লাভজনক প্রতিষ্ঠানের পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যুক্তি নেই। ফলে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, লাভজনক প্রতিষ্ঠান হয়েও নিউমুরিং টার্মিনাল ও লালদিয়া চর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা বলেন, চট্টগ্রামের মানুষ কোনোভাবেই এটি সফল হতে দেবে না। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা।

অনশন কর্মসূচিতে অংশ নেওয়া বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক শফি উদ্দিন কবির বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার কাউকে না জানিয়ে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চুক্তি করেছিল। বর্তমান সরকারও সেটি পর্যালোচনা না করে বাস্তবায়ন করছে। এটি দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দেশে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে শুরু হওয়া সেই প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিচ্ছে।

এর আগে গত ২২ অক্টোবর ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্কপ। সমাবেশ শেষে বন্দর এলাকার দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ওই কর্মসূচি থেকেই আজকের গণ–অনশনের ঘোষণা দেওয়া হয়। ২৭ অক্টোবর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।

সম্পর্কিত নিবন্ধ

  • বিদেশিদের বন্দর দেওয়ার সিদ্ধান্ত পাল্টাতে হবে