রাজধানীর বাড্ডার আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মিথিলা আক্তার (৭)। এ নিয়ে প্রাণ হারালেন পরিবারের চারজন। হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে একমাত্র বেঁচে থাকা আরেক শিশু।

শুক্রবার রাত সাড়ে আটটায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিথিলা। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিথিলার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

১৬ মে রাজধানী ঢাকার বাড্ডার আফতাবনগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আনন্দ নগর এলাকার নিচতলার ওই ফ্ল্যাটে কোনোভাবে গ্যাস লিক হয়ে পুরো ঘরে গ্যাস জমে ছিল। পরে রান্নার চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসায় থাকা সবাই দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে প্রথমে গত রোববার বেলা তিনটায় মারা যায় ছোট মেয়ে তানজিলা (৪)। সে সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ হয়। এর কয়েক ঘণ্টা পর একই দিন রাত সাড়ে ১০টায় মারা যান মা মানসুরা বেগম (৩৫)। তাঁর শরীরের ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে বুধবার ভোরে মারা যান পরিবারের প্রধান তোফাজ্জল হোসাইন (৪৫)। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এখন কেবল চিকিৎসাধীন রয়েছে পরিবারের একমাত্র সদস্য—এক শিশু তানিসা (৪)। তার শারীরিক অবস্থা সম্পর্কেও চিকিৎসকেরা আশাবাদী হতে পারছেন না। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, তার অবস্থাও আশঙ্কাজনক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র

এছাড়াও পড়ুন:

আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসবে না 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ও আফতাবনগরে পশুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পৃথক আবেদনে এই আদেশ দেন। 

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২৯ এপ্রিল ও ৪ মে পৃথক রিটের শুনানি নিয়ে আফতাবনগর ও বনশ্রী এলাকায় কোরবানির পশুর হাট বসানো-সংক্রান্ত সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে পৃথক আবেদন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • আফতাবনগরে দগ্ধ শিশু মিথিলাও মারা গেছে
  • আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসবে না