সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার ভোরে তাদের বাংলাদেশের ভেতরে পাঠানো হয়।

তাদের মধ্যে ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও ১ জনের বাড়ি ঝালকাটিতে।

কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার খালিশা সীমান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে ওই ২৩ জনকে আটক করে স্বরূপনগর এলাকায় রাখা হয়। পরে মঙ্গলবার ভোরে তাদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। এরপর তাদের কুশখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশব্যাক করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। আটকের পর তাদেরকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী, ৭ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।

জাবেদ হোসেন জানান, তারা হরিয়ানা রাজ্যে ইট ভাটায় কাজ করতেন। পুলিশ তাদেরকে ১৫ মে আটক করে নিয়ে আসে। পরে কুশখালী সীমান্ত এলাকায় একখানে ১০ দিন আটকে রেখে নির্যাতন চালিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএস সদস্যরা।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুর রহমান জানান, বিজিবি ২৩ জন বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না। তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে রেখে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কল র য ব এসএফ ক শখ ল ত দ রক ২৩ জন

এছাড়াও পড়ুন:

সিলেটের সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে পুশইন বিএসএফের

সিলেটের সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

সবাইকে সিলেটের জৈন্তাপুর থানা ও সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।

বিস্তারিত আসছে...
 

সম্পর্কিত নিবন্ধ

  • তিন সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে ঠেলে দিল বিএসএফ
  • সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৬৮ জনকে পুশইন
  • সিলেট-সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে ৬৮ জনকে পুশইন
  • সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
  • লালমনিরহাটে ৩৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • সিলেট সীমান্তে আবারও ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
  • সুনামগঞ্জে ৬৮ জনকে পুশইন বিএসএফের
  • সিলেটের সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে পুশইন বিএসএফের
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ