ইমরানের চিকিৎসার তহবিল সংগ্রহে কনসার্ট
Published: 13th, July 2025 GMT
খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছেন হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’–এর প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। চলছে চিকিৎসা। ডাক্তার জানিয়েছে, কেমোথেরাপি আর সার্জারি দরকার। কিন্তু এ ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে পারছে না পরিবার। তাই সাহায্যের আবেদন জানিয়েছেন সবার কাছে।
ইমরানের হয়ে সাহায্যে আবেদন রেখেছেন তাঁর ব্যান্ডজগতের কাছের মানুষজনও। তাঁর চিকিৎসার খরচের তহবিল সংগ্রহে এবার আয়োজন করা হচ্ছে কনসার্ট। এতে অংশ নিচ্ছে আটটির বেশি ব্যান্ড।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসি অডিটরিয়ামে চলবে এ আয়োজন। মেকানিক্স ছাড়াও এতে পারফর্ম করবে হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ এবং রকসল্ট।
২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে ইমরান ‘মেকানিক্স’ ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।
আরও পড়ুনবাপ্পার একক কনসার্ট ও ১২ গান নিয়ে সিডি১২ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সমালোচনা ভুলে ৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। হাঁটুর বয়েসি নায়িকা শ্রুতি হাসানের সঙ্গে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় জুটি বেঁধে রোমান্স করতে দেখা গিয়েছে তাকে। তারও আগে ‘আচার্য’ সিনেমায় কাজল আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন এই তারকা অভিনেতা। এবার ৩৮ বছরের ছোট এক নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স করবেন চিরঞ্জীবী।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা ‘মেগা ১৫৮’। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমা নির্মাণ করবেন পরিচালক ববি কলি। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মালবিকা মোহনান। সবকিছু ঠিক থাকলে ৩২ বছর বয়সি মালবিকা ৭০ বছরের চিরঞ্জীবীর সঙ্গে রোমান্স করবেন। তাদের মাঝে বয়সের ব্যবধান ৩৮ বছরের।
আরো পড়ুন:
কানতারা টু: ‘রাজকন্যা কঙ্কাবতী’ রুক্মিণীকে কতটা জানেন?
তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
‘মেগা ১৫৮’ সিনেমা প্রযোজনা করবেন কেভিএন প্রোডাকশন। আগামী ৫ নভেম্বর পূজা-আর্চনার মধ্য দিয়ে সিনেমাটির যাত্রা শুরু করবেন নির্মাতারা। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
চিরঞ্জীবীর হাতে এখন চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে, তামিল ভাষার ‘সরদার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মালবিকা। তেলেগু ভাষার ‘রাজা সাব’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রভাস।
ঢাকা/শান্ত