ভারতে অনুপ্রবেশ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজিবিকে দিল বিএসএফ
Published: 12th, July 2025 GMT
ভারতে অনুপ্রবেশের দায়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাঁকে হস্তান্তর করা হয়।
আটক মোখলেছুর রহমান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপসমাজ কল্যাণবিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভারত সীমান্তের ভেতরে মোখলেছুর রহমানকে আটক করে বিএসএফ। তিনি অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন। পরে শনিবার সকালে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে তাঁকে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি সদস্যরা পরে মোখলেছুর রহমানকে গোয়াইনঘাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসকর আলী (রাসেল) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ বছর বয়সী আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/ থেকে ১০০ গজ ভারতের ভেতরে তারকাটার কাছে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন গিয়ে দেখেন তার মরদেহ কাটাতারে পড়ে আছে।
এ ব্যাপারে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন জানান, হত্যার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় ভারতের অভ্যন্তরে অতিরিক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে বলে জানা গেছে।