ভারতে অনুপ্রবেশ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজিবিকে দিল বিএসএফ
Published: 12th, July 2025 GMT
ভারতে অনুপ্রবেশের দায়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাঁকে হস্তান্তর করা হয়।
আটক মোখলেছুর রহমান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপসমাজ কল্যাণবিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভারত সীমান্তের ভেতরে মোখলেছুর রহমানকে আটক করে বিএসএফ। তিনি অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন। পরে শনিবার সকালে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে তাঁকে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি সদস্যরা পরে মোখলেছুর রহমানকে গোয়াইনঘাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
ভারতে কুপিয়ে ও তীর মেরে ৩ বাংলাদেশিকে হত্যা
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় কুপিয়ে ও তীর মেরে তিন বাংলাদেশিকে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন:
‘সাজিদ হত্যার ৯০তম দিন, এরপর কি আমি?’
দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার
নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পতি মিয়া (৪৫) ও কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
ত্রিপুরার স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, “রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছে। সেখান থেকে পাঠানো লাশের ছবিতে জুয়েল, পতি ও সজলকে শতভাগ শনাক্ত করা গেছে।”
৫৫ বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বুধবার রাত ১২টায় বলেন, “মরদেহগুলো বাংলাদেশি তিনজনের। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।”
ঢাকা/মামুন/মাসুদ