কু‌ষ্টিয়া‌র ভেড়ামারায় এক স্বেচ্ছা‌সেবক দলের নেতার বা‌ড়িতে হামলার অ‌ভি‌যোগ উঠে‌ছে। এসময় ওই নেতার ছোট ভাইয়ের ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেওয়া হয়। প‌রে হামলাকারীরা কক‌টেল ফাটি‌য়ে এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে চ‌লে যায়। 

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দি‌কে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অব‌স্থিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দ‌লের সদস‌্য স‌চিব লাল চাঁ‌দের বা‌ড়ি‌তে এ ঘটনা ঘ‌টে। 

পু‌লিশ ঘটনাস্থল থে‌কে দুইটি অ‌বি‌স্ফো‌রিত কক‌টেল উদ্ধার ক‌রে‌ছে। এ ঘটনার পর থে‌কে আতঙ্কে র‌য়ে‌ছে গ্রামবাসী। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, রাত ১টার দি‌কে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নি‌য়ে ‌স্বেচ্ছা‌সেবক দলের নেতা লাল চাঁ‌দের বা‌ড়ি‌তে হামলা চালায়। এসময় হামলাকা‌রীরা লাল চাঁ‌দের ভাই যুবদল কর্মী সু‌বেল আহ‌ম্মে‌দের বসত ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেই। এরপর তারা বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে কক‌টেল ফাঁ‌টি‌য়ে চ‌লে যায়। তাৎক্ষ‌ণিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। 

সুবেল আহ‌ম্মেদ অভি‌যোগ ক‌রে ব‌লেন, “রাজ‌নী‌তি‌ কে‌ন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চা‌লি‌য়েছে। তারা ভাঙচুর ক‌রে আমার ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে। এছাড়া গু‌লি ছু‌ড়ে‌ছে, বোমাও ফাঁ‌টি‌য়ে‌ছে।” 

সু‌বেল আরও ব‌লেন, “বাংলা‌দে‌শের ভেতর এই একটা ইউনিয়ন যেখা‌নে ৫ আগ‌স্টের প‌রেও আওয়ামী লীগ ক্ষমতায় র‌য়ে‌ছে। তা‌দের সা‌থে কিছু বিএন‌পির লোকজন যোগ দি‌য়ে‌ এই হামলা চা‌লি‌য়ে‌ছে।” 

ইউপি চেয়ারম‌্যান সো‌হেল রানা পবন, কু‌চিয়া‌মোড়া এলাকার রতন হা‌জী ও আলমগী‌রের নেতৃত্বেই এই ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে অভি‌যোগ ক‌রেন সুবল। 

এ বিষ‌য়ে জানার জন‌্য বাহাদুরপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়‌ারম‌্যান সো‌হেল রানা পব‌নের মু‌ঠোফো‌নে কল দি‌লে বন্ধ পাওয়া যায়। 

কুচিয়ামোড়া পু‌লিশ ক্যাম্পের ইনচার্জ উপপ‌রিদর্শক (এসআই) নাজমুল হোসেন ব‌লেন, “এক‌টি ঘ‌রে আগুন দেওয়া হ‌য়ে‌ছিল। ঘর‌টি পু‌ড়ে আং‌শিক ক্ষ‌তি হ‌য়ে‌ছে। এছাড়া ঘটনাস্থল থে‌কে দুইটি কক‌টেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌ণিক কাউকে চিন‌তে না পার‌লেও ভুক্ত‌ভোগী প‌রিবার অনে‌কের নাম বলে‌ছেন। ‌সেটা নি‌য়েও তদন্ত করছে পু‌লিশ। তবে গু‌লির কোন ঘটনা ঘ‌টে‌নি।”

ঢাকা/কাঞ্চন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বক দ

এছাড়াও পড়ুন:

ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক যশোর শহরের বকচর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকটি কেটে আলাদা করার অভিযোগে গ্যারেজ মালিক মাসুদ আলমকে (৫৩) গ্রেপ্তার করা হয়।

শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে ‘শাহজাদা মটরস’ নামে গ্যারেজ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।

আরো পড়ুন:

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

চুয়াডাঙ্গায় ২ দিনে ‘মদ পানে’ ৬ জনের মৃত্যু

গ্রেপ্তার মাসুদ আলম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা এলাকার মো. নুরুল হুদার ছেলে।

যশোর ডিবি সূত্র জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ট্রাক চুরির মামলার তদন্তের সূত্র ধরে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যশোরের ডিবি পুলিশের সহায়তা চায়। এরই ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি দল শহরের বকচর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায়। এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয়। পরে গ্যারেজের মালিক মাসুদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি শহরের মুড়লী মোড়ে আমিনের গ্যারেজে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যে মুড়লী মোড়ের ওই গ্যারেজ থেকে কেবিনটিও উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং গ্রেপ্তার  আসামিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
  • ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
  • নাগরিক সুবিধা নেই, অর্থবিত্ত হলেই ঢাকা চলে যায় : দিপু
  • সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার