ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
Published: 12th, July 2025 GMT
কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে চলে যায়।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসত ঘরে আগুন ধরিয়ে দেই। এরপর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়। তাৎক্ষণিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, “রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাঁটিয়েছে।”
সুবেল আরও বলেন, “বাংলাদেশের ভেতর এই একটা ইউনিয়ন যেখানে ৫ আগস্টের পরেও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সাথে কিছু বিএনপির লোকজন যোগ দিয়ে এই হামলা চালিয়েছে।”
ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, কুচিয়ামোড়া এলাকার রতন হাজী ও আলমগীরের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সুবল।
এ বিষয়ে জানার জন্য বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবনের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, “একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোন ঘটনা ঘটেনি।”
ঢাকা/কাঞ্চন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার
ফতুল্লা থানা জামায়াতের উদ্যােগে ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার ফতুল্লা দক্ষিন জামায়াতের সাংগঠনিক থানার উদ্যােগে বাদ আসর ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুুল জব্বার।
এসময় তিনি বলেন, সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বক্ষেত্রে অন্যায় ও বিশৃঙ্খলা বিরাজমান, যদি কোরআনের বিধান দিয়ে, ওলামাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সমাজের সকল বিশৃঙ্খলা দূরীভূত হবে।
দেশের টাকা চুরি হবে না, জনগণের সম্পদ লুট হবে না, কোন বোন নিরাপত্তাহীনতায় ভুগবে না, কোন শিশু তার উপর জুলুমের ভয়ে আঁতকে উঠবে না, এমনকি মদিনায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী একটি অধ্যায় রচিত হতে পারে।
তাই আসুন আগামী নির্বাচনে কোরআনের বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় যারাই এগিয়ে আসবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি।
জাতীয় সংসদ নির্বাচনে সৎ আল্লাহভীরু নেতৃত্বের বিজয় নিশ্চিত করার লক্ষে আলেম ওলামাদের প্রতি জনগনের প্রত্যাশা সবচেয়ে বেশি ।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, ফতুল্লা সাংগঠনিক দক্ষিন থানা আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি ডাক্তার ফরিদ সহ স্থানীয় আলেম ওলামাগন।