সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার: মির্জা ফখরুল
Published: 20th, June 2025 GMT
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি, এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।”
শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন: ফখরুল
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত। ক্রীড়াঙ্গনে যেন দলমতে ভাগাভাগি করা না হয়।”
এ সময় বিএনপি মহাসচিব নিজ জেলার অনেক ক্রীড়ানুরাগী মানুষের কথা স্মরণ করেন এবং তাদের নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী এবং রানার্সআপ টিমের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স।
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ল ইসল ম ব এনপ ফখর ল
এছাড়াও পড়ুন:
প্রথম আলো পথভ্রষ্ট হয়নি : আলমগীর কবির
এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেছেন, লোভের কারণে অনেকে সময় অনেক ব্যবসায়ী পথভ্রষ্ট হয়ে থাকে, কিন্তু সেখান থেকে বের হতে পারেন না। তাদেরকে এর জন্য মূল্যও দিতে হয়। সাংবাদিকতায়ও এমন দিক আছে, কিন্তু প্রথম আলো সেখানে নেই। পত্রিকাটি পথভ্রষ্ট হয়নি।
আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলমগীর কবির। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।
প্রথম আলোর পেশাদারিত্বের প্রশংসা করে আলমগীর কবির বলেন, শুরু থেকেই তিনি প্রথম আলোর সঙ্গে আছেন। তিনি বলেন, 'এখনো পর্যন্ত আছি একটাই কারণ, এই পত্রিকাটি অন্য পত্রিকার তুলনায় প্রথম থেকেই একটু ভিন্ন। ভিন্ন এই অর্থে যে নিউজ ভ্যালুটা অত্যন্ত চমৎকার এবং অন্য যে কোন পত্রিকার তুলনায় অত্যন্ত সৎ।'
প্রথম আলোর কজের স্পৃহা ধরে রেখে সামনে আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানান ব্যবসায়ী আলমগীর কবির।