ময়মনসিংহের গৌরীপুর উপজলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একাধিক আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারের সদস্যদের পদ দেওয়ার অভিযোগ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তিন মাসের জন্য গঠিত এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন মাহমুদুল হাসান, যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন আশিক পাঠান। বাকি ১৭ জন আছেন সদস্য পদে। গত ১৮ জুন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এই সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, সদ্য ঘোষিত এনসিপি’র গৌরীপুর উপজেলা কমিটির সদস্য হয়েছেন গিয়াস উদ্দিন। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

আওয়ামী লীগ ছেড়ে কেন এনসিপিতে এলেন? এই প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন বলেন, ‘এখন দেশে আর আওয়ামী লীগ নেই। তাদের রাজনীতি করে আর লাভ নেই। শেখ হাসিনা আর ফিরতে পারবে কিনা তার গ্যারান্টি নেই। তাই এখন নতুন দল এনসিপিতে আছি।’

অভিযোগ আছে, কমিটির অপর সদস্য সেলিম মিয়া ছিলেন ভাংনামারী ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের নেতা। গত বছরের ৫ আগস্টের পর ভোল পাল্টে এখন এনসিপির কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া তার বাবা আব্দুস সাত্তার বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন। তার ছোট ভাই শামীম আহমেদ আকাশ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক।

সেলিম মিয়ার ভাষ্য, তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। মামলা হামলা থেকে নিজে ও পরিবারকে বাঁচাতে আওয়ামী লীগ ছেড়ে এনসিপিতে পদ নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাক্ষাতে কথা বলবেন বলেই ফোন কল কেটে দেন।

এনসিপির আরেক সদস্য সুরুজ আলীও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন। গত বছরের ৫ আগস্টের আগে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে তার অবস্থান ছিল দাবি স্থানীদের।

এছাড়া ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম লিটনের স্ত্রী দিনা আক্তার পেয়েছেন এনসিপির সদস্য পদ। এ বিষয়ে দিনা আক্তারের মন্তব্য জানতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান সমকালকে বলেন, নতুন কমিটি হয়েছে। আমি সবাইকে ভালোভাবে চিনি না। জেলার নেতারা অনেককেই পদায়ন করেছেন। তবে আমরা এখন এগুলো যাচাই-বাছাই করবো। কারও বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে।

ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য ও গৌরীপুর উপজেলার বাসিন্দা তারিক হোসেনের ভাষ্য, যারা কমিটিতে এসেছেন তারা যদি জুলাই-আগস্টে আন্দোলনের বিরোধীতা করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেও যদি আওয়ামী লীগ করে থাকে তাহলে তো আর দেশের নাগরিকিত্ব চলে যাবে না। তারা কখনোই চান না একজন নিরপরাধ ব্যাক্তি শাস্তি পাক। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি কোনো প্রোগ্রাম উপলক্ষে চাদাবাজি করে না। এখানে যারা রাজনীতি করে তারা সবাই নিজেদের পকেট থেকে টাকা খরচ করে দল চালায়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছি। এখন ফ্যাসিস্টদের পতন হলে যখন তাদের বিচারের সময় এসেছে তখন তারা এনসিপির আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প আওয় ম ল গ কম ট র সদস য এনস প র ন এনস প কম ট ত র কম ট আওয় ম

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে সহকর্মীকে হত্যার দায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ

পুলিশ সদস্যকে হত্যার দায়ে এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন-অর রশিদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল মো. আলাউদ্দিন ও তাঁর স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায়।

মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে কনস্টেবল নাসরিন নেলীর সঙ্গে সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরেই ঘটে হত্যাকাণ্ড। ওই বছরের আগস্টে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় নেলীর ভাড়া বাসায় সাইফুল ইসলামকে খুন করেন নেলী ও তাঁর স্বামী আলাউদ্দিন। হত্যার পর তাঁরা সাইফুল ইসলামের লাশ বস্তাবন্দী করে গুম করার চেষ্টা করেন। তবে নগরীর টাউন হল মোড়ে পুলিশের তল্লাশির সময় বস্তাবন্দী লাশসহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা।

ওই ঘটনায় নিহত সাইফুল ইসলামের মা মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহের কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তাঁর স্ত্রী নাসরিন নেলীসহ আরও দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে সহকর্মীকে হত্যার দায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ
  • ময়মনসিংহে সাবেক পুলিশ ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
  • যৌন নিপীড়নের অভিযোগে বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ