ব্যাংকক থেকে মা হওয়ার সুখবর দিলেন স্বাগতা
Published: 22nd, June 2025 GMT
অভিনয়শিল্পী স্বাগতা মা হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়। প্রথম আলোকে আজ রোববার দুপুরে খবরটি জানিয়েছেন অভিনয়শিল্পী নিজেই। স্বাগতার মা হওয়ার খবরে পরিবারের সবাই খুশি।
স্বাগতা জানালেন, তিনি চেয়েছিলেন অস্ত্রোপচার ছাড়াই যেন সন্তানের জন্ম হয়। তাই দুই মাস আগেই তিনি ব্যাংকক গিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন স্বাগতা। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হয়। স্বাগতা বলেন, ‘মা–মেয়ে দুজনেই ভালো আছি। সবাই আমাদের জন্য যেন দোয়া করবেন।’
স্বাগতা জানান, তাঁর মেয়ের নাম রাখা হয়েছে মারিয়ম সর্বজয়া সানু আজাদ। তিনি বলেন, ‘আমার মেয়ের নামটা বড় রাখা হয়েছে। এই নামের মধ্যে দাদা (আবুল হাসান আজাদ) নানা (খোদা বক্স সানু) দুজনের নামের অংশ রাখতে চেয়েছি আমরা, তাই এমনভাবে নামটা রাখা হয়েছে।’
আরও পড়ুনপ্রবাসীকে বিয়ে করছেন স্বাগতা, কবে কখন কীভাবে পরিচয় জানালেন তিনি১৫ ডিসেম্বর ২০২৩মেয়েকে নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন স্বাগতা।
২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স ব গত
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন