ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার বয়স এখন ৮২ বছর। ২০২০ সালে ৭৫ বছর বয়সে অভিনেত্রী দোলন রায়কে বিয়ে করেন তিনি। তখন কনের বয়স ছিল ৪৯ বছর। আর এখন দোলন রায়ের বয়স ৫৫ বছর।  

১৯৪৪ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন দীপঙ্কর দে। গতকাল ৮১ বছর পূর্ণ করে ৮২ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে দোলন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার গভীরতা প্রকাশ পেয়েছে।

দীপঙ্করের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দোলন লেখেন, “শুভ জন্মদিন টিটো (দীপঙ্কর)। আমি আর যে কয়দিন বাঁচি, তোমার প্রতিটা জন্মদিন আমি যেন তোমার পাশে তোমার নিশ্বাসে বাঁচি এভাবে। ঈশ্বরের কাছে এতটুকুই চাওয়া, আর কিছু না। তোমাকে ভালোবাসি।” 

আরো পড়ুন:

‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে দোলনকে আইনি স্বীকৃতি দেন দীপঙ্কর দে। তারা যখন লিভ-ইন শুরু করেন, তখন এর এতটা প্রচলন ছিল না। দুজনের বয়সের ব্যবধানও ২৬ বছর। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা হলেও দোলন মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই যুগলকে। শুনতে হয়েছিল কটু কথাও।

তবে দোলন-দীপঙ্করের এসবই এখন অতীত। সমালোচনার পৃষ্ঠা বন্ধ করে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। অন্তত দোলনের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তেমন দৃশ্য দেখা যায়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র বয়স

এছাড়াও পড়ুন:

বন্দরে শহীদ স্বজনের মৃত্যু বার্ষিকী পালিত 

বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবুল হাসান স্বজনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন মহানগর ও বন্দর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

রোববার (৬ জুলাই) সকালে বন্দর থানার  নবীগঞ্জ  বাগ এ জান্নাত কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও দোয়াকালে ওই সময় উপস্থিত ছিলেন  শহীদ স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক, নারায়নগন্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হৃদয় ভূইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্দর উপজেলা আহবায়ক তানবীর জিসান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়নগন্জ শাখার সংগঠক ফারহান আল ফায়াদ পরশ, তানজিল ভূইয়া শিথিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দরউপজেলা শাখার মূখ্য সংগঠক মোঃ স্বাধীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দর উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মুশফিকুর রহমান সামি ও মোঃ ফাহিম প্রমূখ।

জিয়ারতকালে শহীদ স্বজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে  পরিবারের পক্ষ থেকে কোরআনখানী খতম, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ