ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার বয়স এখন ৮২ বছর। ২০২০ সালে ৭৫ বছর বয়সে অভিনেত্রী দোলন রায়কে বিয়ে করেন তিনি। তখন কনের বয়স ছিল ৪৯ বছর। আর এখন দোলন রায়ের বয়স ৫৫ বছর।  

১৯৪৪ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন দীপঙ্কর দে। গতকাল ৮১ বছর পূর্ণ করে ৮২ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে দোলন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার গভীরতা প্রকাশ পেয়েছে।

দীপঙ্করের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দোলন লেখেন, “শুভ জন্মদিন টিটো (দীপঙ্কর)। আমি আর যে কয়দিন বাঁচি, তোমার প্রতিটা জন্মদিন আমি যেন তোমার পাশে তোমার নিশ্বাসে বাঁচি এভাবে। ঈশ্বরের কাছে এতটুকুই চাওয়া, আর কিছু না। তোমাকে ভালোবাসি।” 

আরো পড়ুন:

‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে দোলনকে আইনি স্বীকৃতি দেন দীপঙ্কর দে। তারা যখন লিভ-ইন শুরু করেন, তখন এর এতটা প্রচলন ছিল না। দুজনের বয়সের ব্যবধানও ২৬ বছর। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা হলেও দোলন মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই যুগলকে। শুনতে হয়েছিল কটু কথাও।

তবে দোলন-দীপঙ্করের এসবই এখন অতীত। সমালোচনার পৃষ্ঠা বন্ধ করে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। অন্তত দোলনের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তেমন দৃশ্য দেখা যায়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র বয়স

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ