‘আমার ছেলেকে হত্যা করা এসআই এখনো কীভাবে চাকরি করে?’
Published: 6th, August 2025 GMT
কুষ্টিয়া মডেল থানার সামনে গত বছরের ৫ আগস্ট বিকালে আন্দোলনের মধ্যে গুলিতে নিহত কিশোর আব্দুল্লাহর বাবার জিজ্ঞাসা- তার ছেলের হত্যাকারী এসআই সাহেব আলী এখনো কীভাবে চাকরি করছেন; এক বছর হয়ে গেলেও এখনো কেন আসামিদের বিচারের আওতায় আনা হয়নি; কেন পুলিশ তাদের গ্রেপ্তারে আগ্রহী নয়।
কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার লোকমান হোসনের ছেলে আব্দুল্লাহ। ফায়ার সার্ভিসের কার্যালয়ের গেটের কাছে চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করত আব্দুল্লাহ।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন বিকালের সেই ঘটনার কথা স্মরণ করে কাতর হয়ে পড়েন লোকমান হোসেন। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিজ বাড়িতে ছেলেকে হারানোর কষ্টের সঙ্গে এখনো বিচার না পাওয়ার বেদনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল্লাহর বাবা।
আরো পড়ুন:
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা
‘আমার ছেলেকে গোসল করাতেও দেয়নি ওরা’
লোকমান হোসেন হত্যাকারী হিসেবে কুষ্টিয়া মডেল থানার সাবেক এসআই সাহেব আলীর নাম বলেছেন।
তিনি বলেন, “সাহেব আলী প্রকাশ্যে নিজে হাতে আমার ছেলেকে টেনে নিয়ে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে। বুকের এক পাশে গুলি করে, বুক ভেদ করে অন্য পাশ দিয়ে সেটি বেরিয়ে যায়। হাজার হাজার মানুষের সামনে এসআই সাহেব আলী আমার ছেলেকে হত্যা করেছে।”
আব্দুল্লাহ ছিল ১৩ বছরের কিশোর। ৫ আগস্ট কুষ্টিয়া শহরের থানার মোড়ে আন্দোলনের সময় আব্দুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।
আব্দুল্লাহর বাবা আক্ষেপ করে বলেন, “আমার ছেলেকে হত্যার ঘটনার এক বছর হলো কিন্তু আমার ছেলে হত্যার বিচার পাচ্ছি না। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা একেবারেই নিরব। পুলিশের কোনো আগ্রহ নেই, জড়িত কাউকে গ্রেপ্তার করা হয় না। আমার ছেলে জুলাই আন্দোলনে জীবন আত্মত্যাগ করল, আমি আমার ছেলের হত্যার বিচার পাইলাম না।”
প্রশ্ন রেখে লোকমান হোসেন বলেন, “এসআই সাহেব আলী প্রকাশ্যে আমার ছেলেকে গুলি করে হত্যার পরও চাকরি করে কীভাবে? আমি তার ফাঁসি চাই। প্রকাশ্যে মার্ডার করে এখনো কীভাবে সাহেব আলী ও মুস্তাফিজ চাকরি করে?”
তিনি আরো বলেন, “আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার ছেলে আব্দুল্লাহও হাসপাতালে আমার কাছে ছিল। সে ভাত খাওয়ার কথা বলে হাসপাতাল থেকে বের হয়। এরপর কুষ্টিয়া মডেল থানার সামনে আন্দোলনে যুক্ত হয়। আন্দোলনরত অবস্থায় আমার ছেলেকে ধরে দুই হাত ভেঙে দিয়েছিল এসআই সাহেব আলী। এরপর বুকে গুলি করে হত্যা করে।”
“আওয়ামী লীগের হানিফ এমপি ও তার ভাই আতার নির্দেশে এসআই সাহেব আলী আমার ছেলেকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সরকারের হস্তক্ষেপ কামনা করছি, দ্রুত যেন এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়,” বলেন লোকমান হোসেন।
তিনি বলেন, “সাহেব আলী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। তার গুলিতে অনেকে আহত এবং নিহত হয়েছেন।”
আব্দুল্লাহ হত্যার ঘটনায় ১৫ আগস্ট রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-২০ জনকে।
মামলার বাদি আব্দুল্লাহর বাবা লোকমান হোসেন। এই মামলার বিষয়ে তিনি বলেন, “আমি হাসপাতালে ভর্তি ছিলাম। দলীয়ভাবে মামলাটা করা হয়েছিল। যে কারণে কাদের আসামি করা হয়েছিল, আমি জানতাম না। তবে শুরুতে আসামি হিসেবে সাহেব আলীর দিতে দেয়নি পুলিশ।”
“এরপর ট্রাইব্যুনাল থেকে লোক এসেছিল। ওদের কাছে চারজনকে আসামি করে মামলা করেছি। সাহেব আলী, আওয়ামী লীগের সদরের এমপি হানিফ, তার ভাই আতা ও মানব চাকির নামে অভিযোগ দিয়েছি,” যোগ করেন তিনি।
এসআই সাহেব আলী কুষ্টিয়া মডেল থানার এসআই ছিল জানিয়ে লোকমান হোসেন অভিযোগ করেন, “সে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ সরকারের আমলে সাহেব আলী মাদক ব্যবসা, হত্যা, গুম, ঘুষ বাণিজ্য, মামলা বাণিজ্য, নিরপরাধ মানুষকে ধরে নিয়ে গিয়ে চাঁদাবাজি করাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল।”
“তার আচার-আচরণ ও কর্মকাণ্ড ছিল বেপরোয়া। জুলাই আন্দোলন শুরু থেকেই সাহেব আলী আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের হুমকি-ধামকি দিত। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ, মারপিট করা, গুলি করাসহ বিভিন্নভাবে স্বৈরাচারী, উগ্র ও খুনির মতো আচরণ করেছে। সাহেব আলীর গুলিতে অনেক আন্দোলনকারী আহত ও নিহত হয়েছে,” যোগ করেন তিনি।
এসআই সাহেব আলীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “সাহেব আলী আন্দোলনকারীদের ওপর নিজে গুলি চালিয়েছে। আন্দোলনের অংশগ্রহণকারীদের বাড়িতে বাড়িতে গিয়ে গুলি চালিয়েছে। নারী ও পুরুষদের মারপিট করেছে। আমার ছেলের মতো কয়েকজনকে হত্যা করেছে। এটা সবাই জানে, সবাই দেখেছে। সেই খুনি সাহেব আলী কীভাবে এখনো পুলিশে চাকরি করে?”
এসআই সাহেব আলী বর্তমানে খাগড়াছড়িতে কর্মরত আছেন বলে জানিয়ে আব্দুল্লাহর বাবা বলেন, “কুষ্টিয়া মডেল থানার এসআই মুস্তাফিজও সাহেব আলীর সঙ্গে থেকে সব অপরাধ করেছে। সাহেব আলী ও মুস্তাফিজ দুজনে মিলেই এ সমস্ত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে। তাদের শাস্তি চাই। তারা কীভাবে এখনো চাকরি করে?”
গতবছরের সেদিনের ঘটনার কথা স্মরণ করে জুলাই শহীদ আব্দুল্লাহর বোন রিনা খাতুন বলেন, “৫ আগস্ট আমার ভাই থানার সামনে আন্দোলন করছিল। এসময় সাহেব আলী আমার ভাইয়ের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে। প্রথমে ধরে মারধর করে এবং আমার ভাইয়ের দুই হাত মুচড়ে ভেঙে দেয়। এরপর গুলি করে হত্যা করে।”
সাহেব আলী ও মুস্তাফিজসহ এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি তুলে আব্দুল্লাহর বোন বলেন, “হত্যার এক বছর হতে চলছে, কিন্তু তাদের (আসামি) আইনের আওতায় আনা হয়নি। তাদের চাকরিও বহাল রয়েছে। তারা এখনো চাকরিরত অবস্থায় আছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক।”
আব্দুল্লাহর ফুফাতো বোন মোমেনা খাতুনও হত্যার একই ধরনের বর্ণনা দিয়ে বলেন, “আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার শাস্তি চাই, ফাঁসি চাই।”
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য এসআই সাহেব আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও রাইজিংবিডি ডটকম তার বক্তব্য নিতে পারেনি।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় মামলা হয়েছে, যার তদন্ত চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন ল কম ন হ স ন ই স হ ব আল আম র ছ ল ক স হ ব আল র ৫ আগস ট হত য র র স মন য গ কর ই ঘটন আওয় ম
এছাড়াও পড়ুন:
মিস মেক্সিকোকে কটাক্ষ, বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। তার আগে বিতর্কে জড়িয়েছে প্রতিযোগিতাটি। মঙ্গলবার (৪ নভেম্বর) ব্যাংককে আয়োজিত প্রি-পেজেন্ট অনুষ্ঠানে এক প্রতিযোগীকে ‘ডামি’ বলে মন্তব্য করেন থাই বিচারক নাওয়াত ইতসারাগ্রিসিল। এরপর মেক্সিকোর ওই প্রতিনিধি ফাতিমা বোসসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
প্রি-পেজেন্ট অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ চলছিল। এ ভিডিওতে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগীরা নাওয়াত ইতসারাগ্রিসিলের সামনে সারিবদ্ধভাবে বসে আছেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলেন, “সব প্রতিযোগীকে আয়োজক দেশের প্রচার করতে হবে।”
আরো পড়ুন:
হাসপাতালে জিতু কমল
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ নিয়ে ফিরছেন তাহসান
সতর্ক বার্তা উচ্চারণ করে নাওয়াত বলেন, “সাবধান থাকবেন, আপনারা এখন থাইল্যান্ডে আছেন। আপনারা একটি খেলার মধ্যে আছেন।” এরপর মিস মেক্সিকো ফাতিমা বোসের বিরুদ্ধে অভিযোগ করেন। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে আয়োজিত একটি ফটোশুটে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফাতিমা। মেক্সিকোর পেজেন্ট পরিচালক তাকে কোনো কিছু পোস্ট না করার নির্দেশ দিয়েছেন।
মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা দাঁড়িয়ে এই অভিযোগ অস্বীকার করেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু নাওয়াত তাকে বাধা দিয়ে বলেন, “সে (ফাতিমা) যেন মৌখিকভাবে নিশ্চিত করেন যে, থাইল্যান্ড সম্পর্কে পোস্ট দিতে রাজি।”
এরপর অন্য এক প্রতিযোগী প্রশ্নটি আবার বলার অনুরোধ করেন। কিন্তু তা বলতে অস্বীকৃতি জানান। নাওয়াত বলেন, “আমি শুধু মিস মেক্সিকোকেই প্রশ্নটি করেছি। কারণ তার কর্মকাণ্ড নিয়ে অভিযোগ পেয়েছি।” ফাতিমা এই অভিযোগ অস্বীকার করলেও নাওয়াত আবারো একই অভিযোগ করেন। তিনি বলেন, “ফাতিমা তার দেশের পেজেন্ট পরিচালকের নির্দেশে কাজ করছেন এবং সে একজন ‘ডামি’ (পুতুল)।”
নাওয়াত যখন এভাবে কথা বলে যাচ্ছেন তখনো দাঁড়িয়ে ফাতিমা। ফলে নাওয়াত জানতে চান সে কেন এখনো দাঁড়িয়ে আছেন। জবাবে ফাতিমা বলেন, “কারণ আমারও একটি কণ্ঠ আছে। আপনি আমাকে একজন নারী হিসেবে সম্মান দিচ্ছেন না।”
এরপর নাওয়াত নিরাপত্তা কর্মীদের ডেকে পাঠান। এসময় অন্যান্য প্রতিযোগীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফাতিমা অডিটোরিয়াম ত্যাগ করার সময়ে বলেন, “নারী হিসেবে আমাদের প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করা উচিত। আমি একটি দেশের প্রতিনিধিত্ব করছি, এটি আমার দোষ নয়। আপনারা আমার সংগঠনের সঙ্গে সমস্যা করছেন।” তারপর অন্য প্রতিযোগীরাও ফাতিমার সঙ্গে উঠে দাঁড়ান। তখন নাওয়াত বলেন, “যারা প্রতিযোগিতা চালিয়ে যেতে চান, তারা বসেন।” এতে মেয়েরা বিভ্রান্ত হয়ে পরস্পরের দিকে তাকাতে থাকেন।
এ বিষয়ে কথা বলতে ফাতিমা ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল। কিন্তু তারা কেউই মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পরের দিন আয়োজক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়েছে, “আমরা সমস্ত অংশগ্রহণকারী, কর্মী এবং সংশ্লিষ্টদের প্রতি সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও সততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিবৃতিতে আরও বলা হয়, “মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এমজিআই) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা মি. মারিও বুকারোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাইল্যান্ডে যাচ্ছেন। এই আয়োজনের লক্ষ্য, সমন্বিত প্রচেষ্টা চালানো, সকল প্রতিনিধির জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করা।”
ঢাকা/শান্ত