এবি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মজিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন।

সভায়  সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত এবং ড.

নাসিমা এ. রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

এ সময় জানানো হয়, দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এবছর এবি ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রমের ৪৩ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ যাত্রায় সকল নীতিনির্ধারক, শেয়ারহোল্ডার, আমানতকারী, গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ।

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শাহরুখ-পুত্র আরিয়ানের সিরিজের উঠে এল বলিউডের আলোচিত ১২ ঘটনা

অন্তর্জালজুড়ে এখন আলোচনায় শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যা**ডস অব বলিউড’। সিরিজটিতে মজাচ্ছলে উঠে এসেছে হিন্দি সিনেমা দুনিয়ার অনেক বিষয়। সাধারণ দর্শকেরা সিরিজটি নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জেনে নেওয়া যাক আলোচিত সিরিজটির ১২টি দিক।

শাহরুখ খানের প্রতি শ্রদ্ধার্ঘ্য
ছেলের প্রথম কাজেই বাবাকে স্যালুট। শো শুরু হয় শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে। ‘ওম শান্তি ওম’-এর বিখ্যাত সংলাপ থেকে সিরিজজুড়েই তিনি প্রবলভাবে হাজির। এমনকি এক পুরস্কার অনুষ্ঠানে সিরিজের নায়ক আসমান যখন সেরা অভিনেতার পুরস্কার জিতে বাবাকে উৎসর্গ করেন, ক্যামেরায় ধরা পড়ে শাহরুখের প্রতিক্রিয়া। দর্শকদের জন্য নস্টালজিয়ার ভান্ডার খুলে দেন আরিয়ান।

সামীর ওয়াংখেড়েকে খোঁচা?
প্রথম পর্বেই এক কাল্পনিক এনসিজি অফিসার বলিউড পার্টিতে হানা দেন। মাদকাসক্ত আখ্যা দিয়ে এক তরুণ অভিনেতাকে গ্রেপ্তার করেন। চরিত্রটির চেহারা, অঙ্গভঙ্গি—সবই মিলছে আরিয়ানকে গ্রেপ্তার করা সামীর ওয়াংখেড়ের সঙ্গে।

‘ব্যা**ডস অব বলিউড’-এর দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ