ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
Published: 22nd, September 2025 GMT
ফেনীতে চাকায় হাওয়া দেওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি মিনি কাভার্ড ভ্যান। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সহকারী নিহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আহত হন। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর রাস্তার মাথা চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানের সহকারীর নাম রুবেল মিয়া (২৮)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। আহত চালক রিয়াদ হোসেনের (২৯) বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার রাজুরকান্দি গ্রামে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ধাওয়া করে অভিযুক্ত ট্রাকচালক ইসমাইল হোসেনকে (২৬) আটক করেছে। ইসমাইল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আবুল কালামের ছেলে।
হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে ফেনীর চাড়িপুরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনার শিকার মিনি কাভার্ড ভ্যানের চাকা পাংচার হয়ে যায়। এরপর কাভার্ড ভ্যানটির চাকায় চালক ও তাঁর সহকারী হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন মহিপাল হাইওয়ে থানা–পুলিশে খবর দেন। এরপর হাইওয়ে পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে। গুরুতর আহত মিনি কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চালকের সহকারী রুবেল মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চালক রিয়াদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহত রুবেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র সহক র চ লক র হ ইওয়
এছাড়াও পড়ুন:
হাত না মেলানো, বর্জনের হুমকি আর ম্যাচ রেফারির ক্ষমাপ্রার্থনা—এরপর সামনে কী
সন্ধ্যার পর দুবাইয়ের রাস্তায় ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। পরশু সন্ধ্যায়ও যখন পাকিস্তান–সংযুক্ত আরব আমিরাত ম্যাচ নিয়ে ঘোর অনিশ্চয়তা, তখন সেটিই পাকিস্তান দলের সঙ্গে লিয়াজোঁ কর্মকর্তাকে জানিয়েছিল দুবাইয়ের পুলিশ। পরে প্রায় ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে তারা মাঠে গেছে, ম্যাচও খেলেছে।
এক দল মাঠে এসেছে ঠিক সময়ে, অন্য দল ম্যাচ রেফারি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় থেকে দেরিতে হোটেল ছাড়ায় ম্যাচ শুরু হয়েছে এক ঘণ্টা পর, এ রকম বিচিত্র ঘটনা সম্ভবত এশিয়া কাপের মতো টুর্নামেন্টেই কেবল কল্পনা করা যায়। অবশ্য এশিয়া কাপের অদ্ভুত কিছু করে দেখানোর ক্ষমতা নতুন কিছু নয়।
ভারত আর পাকিস্তান চিরবৈরী দুই প্রতিবেশী দেশ, যাদের প্রায় সব পর্যায়েই মুখ দেখাদেখি বন্ধ। গত মে মাসের রাজনৈতিক উত্তাপে খেলা বন্ধ করতে আদালতের শরণাপন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। এমন দুটি দলকেও বারবার একসঙ্গে মাঠে নামিয়ে দিতে পারে এই টুর্নামেন্ট।
এবারের এশিয়া কাপ মুখোমুখি বসিয়েছে আদর্শিকভাবে বিপরীত মেরুতে থাকা সাবেক দুই পিসিবি সভাপতি নাজাম শেঠি আর রমিজ রাজাকেও। উদ্দেশ্যটা যে ছিল এক! অ্যান্ডি পাইক্রফটকে পাকিস্তানের ম্যাচে ম্যাচ রেফারি থাকতে না দেওয়া। পিসিবি ও এসিসির প্রধান মহসিন নাকভীর ডাকে সাড়ে দিয়ে তাঁরাও পরশু পরামর্শ সভায় বসেছিলেন লাহোরে।
লাহোরে বুধবার সংবাদ সম্মেলনে মহসিন নাকভি (মাঝে), নাজাম শেঠি (বাঁয়ে) ও রমিজ রাজা (ডানে)