ফেনীতে চাকায় হাওয়া দেওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি মিনি কাভার্ড ভ্যান। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সহকারী নিহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আহত হন। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর রাস্তার মাথা চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ড ভ্যানের সহকারীর নাম রুবেল মিয়া (২৮)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। আহত চালক রিয়াদ হোসেনের (২৯) বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার রাজুরকান্দি গ্রামে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ধাওয়া করে অভিযুক্ত ট্রাকচালক ইসমাইল হোসেনকে (২৬) আটক করেছে। ইসমাইল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আবুল কালামের ছেলে।

হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে ফেনীর চাড়িপুরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনার শিকার মিনি কাভার্ড ভ্যানের চাকা পাংচার হয়ে যায়। এরপর কাভার্ড ভ্যানটির চাকায় চালক ও তাঁর সহকারী হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন মহিপাল হাইওয়ে থানা–পুলিশে খবর দেন। এরপর হাইওয়ে পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে। গুরুতর আহত মিনি কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চালকের সহকারী রুবেল মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চালক রিয়াদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহত রুবেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সহক র চ লক র হ ইওয়

এছাড়াও পড়ুন:

এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইতিমধ্যে দলগুলোকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যয় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’

আরো পড়ুন:

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান 

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ এর কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

ইসির নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলের মাঠ পর্যায়ে তদন্ত পাঠায় নির্বাচন কমিশন। এরপর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে এনসিপি প্রতীক জটিলতা ও বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হলে জাতীয় লীগসহ ১০ দলের অধিকতর যাচাইয়ের জন্য আবার তদন্ত করে সংস্থাটি। এরপর অধিকতর তদন্ত প্রতিবেদন যাচাই শেষে কয়েক দফা বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইসি।

পুনরায় মাঠ পর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হবে সেগুলো হল-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • গভীর রাতে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
  • পাঁচ ব্যাংকের প্রশাসক কার্যালয়ে আসা শুরু করেছেন, গ্রাহকের চাপ নেই
  • ভারত-পাকিস্তান সংঘাতে ‘৮টি বিমান’ ভূপাতিত করা হয়েছে: ট্রাম্পের নতুন দাবি
  • মিস মেক্সিকোকে কটাক্ষ, বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা
  • টেকনাফে সেতুর নিচে পানিতে ভাসছিল সাবেক ইউপি সদস্যের লাশ
  • অপ্রত্যাশিত আতিথেয়তা
  • অধস্তন আদালতের প্রায় এক হাজার বিচারককে পদোন্নতির প্যানেলভুক্তির সিদ্ধান্ত
  • এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে
  • বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
  • রোবটদের সঙ্গে আমার বন্ধুত্বের গল্প