আসুস বাংলাদেশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে উন্মোচন করা হয়েছে আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।

আরওজি সিরিজের ল্যাপটপ

অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ ল্যাপটপের দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ মডেলের দাম ৩ লাখ ৮৮ হাজার টাকা।

টাফ সিরিজের ল্যাপটপ

আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে।

বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ

এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।

ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ

আসুসের নতুন এই সবগুলো ল্যাপটপেই অন্যতম আকর্ষণ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরো দ্রুত করা সম্ভব।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রফরম য ন স ল য পটপট আস স র জ প ইউ ড জ ইন র নত ন র জন য

এছাড়াও পড়ুন:

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু

ঢাকা জেলার (মহানগরসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লাইসেন্সধারীরা তাদের অস্ত্রের নবায়ন করতে পারবেন।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর ২০২৫ থেকে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারির শেষ দিন পর্যন্ত। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।

আরো পড়ুন:

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য অনলাইন চালানের মাধ্যমে নির্ধারিত খাতে ফি, ভ্যাট ও উৎসে কর জমা দিতে হবে। এরপর চালানের কপি, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল লাইসেন্স জমা দিতে হবে।

নবায়নের জন্য ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলভারের ফি ২০ হাজার টাকা, আর বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।

প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের অস্ত্রের ফি ২০ হাজার টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান ও ডিলিং ফার্মের ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্সের জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’ অনুযায়ী এই নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ফায়ার সার্ভিসে ১০টি পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না এটলাস বাংলাদেশ
  • পদ্মা অয়েলের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • স্যালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
  • এক ঝলক (৬ নভেম্বর ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৬ নভেম্বর ২০২৫)
  • দ. আফ্রিকা সিরিজে ভারতের দল ঘোষণা: টেস্টে ফিরলেন পন্ত
  • ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু
  • হেলিও ৪৫: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ছোঁয়া
  • ‘তুচ্ছ কারণে’ও শিরোনাম হওয়া কনস্টাস নেই অস্ট্রেলিয়া দলে