উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পর রাকসু নির্বাচন চায় তিন প্যানেল
Published: 22nd, September 2025 GMT
নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন চান কয়েকটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা। আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের আমতলায় সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান। এ সময় উপস্থিত ছিলেন রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদসহ বিভিন্ন হল ও সিনেট প্রতিনিধি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরা।
তাসিন খান বলেন, ‘রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই মুখোমুখি অবস্থানে আছেন। এটা কারও কাম্য নয়। রাকসু দিতে হবে, তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’
তাসিন খান বলেন, পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনের কারণে শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছেন। ধর্মীয় উৎসব ও শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে প্রচারণা ব্যাহত হচ্ছে। ৩৫ বছর পর হতে যাওয়া রাকসু নির্বাচনকে এভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুনশিক্ষকেরা ‘পিতৃতুল্য’, তাঁদের গায়ে হাত তোলা হয়নি, দাবি আম্মারের২১ সেপ্টেম্বর ২০২৫সাংবাদিকদের প্রশ্নে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ বলেন, এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ নেই। পরিবহন মার্কেটের আমতলা শিক্ষার্থীদের প্রাণ। এখানে প্রার্থী ছাড়া ভোটার নেই। এভাবে তো ৩৫ বছর পর একটা রাকসু হতে পারে না।
স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরাণ বলেন, ‘প্রচারণার কাজে হল ও মেসে গিয়েছি। সেখানে মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী আছেন, বাকিরা চলে গেছেন।’
আরও পড়ুনছাত্রদল রাকসু নির্বাচন চায় পূজার পর, শিবির চায় নির্ধারিত সময়ে৪৯ মিনিট আগে‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ বলেন, ‘আমাদের ভোটাররা বাড়ি চলে গেছেন। অনেকেই যাবেন বলে চিন্তা করছেন। যদি এই শিক্ষার্থীদের বাড়ি থেকে নির্বাচন কমিশন আনতে পারেন, তাহলে নির্বাচন হবে।’
গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস ছিল উৎসবমুখর। তবে সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাতিল হওয়া পোষ্য কোটা ১০ শর্তে পুনর্বহাল করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। শনিবার জুবেরী ভবনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর শিক্ষক-কর্মকর্তারা পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। এখন তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আছেন।
আরও পড়ুনরাতভর উত্তেজনার পর ক্যাম্পাস শান্ত, কর্মরিবতির মধ্যে সিন্ডিকেট সভা আজ২১ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বতন ত র পর ব শ র পর ব
এছাড়াও পড়ুন:
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
আরো পড়ুন:
নির্বাচন বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি
‘প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ প্রস্তুত, নিবন্ধিতরা পাবেন ভোটের সুযোগ’
তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। অনেক রাজনীতি, অনেক কথা হবে, কিন্তু শেষ পর্যন্ত একটি সমাধান আসবে।”
তিনি আরো বলেন, “দেশ ও গণমাধ্যম এখন স্বাধীন। মানুষ এখন সুন্দরভাবে মতামত প্রকাশ করতে পারছে, যা ৫ জুলাইয়ের আগেও সম্ভব ছিল না।”
সভায় মাদক পাচার ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপদেষ্টা জানান, মাদক এখন দেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “মাদক আসছে, আর এর বিনিময়ে চাল, সার, ওষুধসহ বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে। বিশেষ করে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার সাগরপথে পাচার বেড়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে মাদক আটকের পরিমাণ বেড়েছে, যার ফলে দামও বেড়ে গেছে।”
শ্রমিকদের বেতন ও ইন্ডাস্ট্রি চালু রাখার আশ্বাস
গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, নাসা গ্রুপের চেয়ারম্যান প্রায় ২৫০ কোটি টাকার দায় মেটাতে নিজের সম্পত্তি বিক্রির সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। এর ফলে শ্রমিকদের বকেয়া পরিশোধ সম্ভব হবে এবং লাভজনক কারখানাগুলো আবার চালু থাকবে।
আলুর ন্যায্য মূল্য নিয়ে সতর্কতা
যদিও এটি আইন-শৃঙ্খলার আলোচনার অংশ ছিল না, তবুও উপদেষ্টা সাংবাদিকদের অনুরোধ জানান, যেন তারা কৃষকেরা আলুর ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “যদি কৃষকরা ন্যায্য দাম না পান, তবে আগামী মৌসুমে আলু চাষে অনীহা আসবে, যার ফলে ভবিষ্যতে দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সব ধরনের অপরাধ রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”
ঢাকা/আসাদ/সাইফ